IAS Rohini Sindhuri: ব্যক্তিগত ছবির জন্য সবার মুখে আইএএস রোহিণীর নাম! কী তাঁর পরিচয়, ছবিতেই বা কী উঠে এসেছে?
- Published by:Siddhartha Sarkar
- Written by:Trending Desk
Last Updated:
Success Story, IAS Rohini Sindhuri: আইএএস রোহিণী সিন্ধুরি এবং আইপিএস ডি রূপার মধ্যে প্রাথমিক ভাবে বচসার সূত্রপাত সমাজমাধ্যমে। কিন্তু দুই মহিলা আধিকারিকের পারস্পরিক অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে, কর্ণাটক সরকার সিন্ধুরি ও রূপাকে বদলি করে দিয়েছে, সঙ্গে বদলি হয়েছে মুনিশ মুদগিল নামে আর এক আইএএস আধিকারিকেরও।
দুই উচ্চপদস্থ সরকারি আধিকারিকের দ্বন্দ্বে উত্তাল নেট-পাড়া। পরিস্থিতি এমনই যে তাঁদের বদলি করে দিতে বাধ্য হয়েছে সরকার। আইএএস রোহিণী সিন্ধুরি এবং আইপিএস ডি রূপার মধ্যে প্রাথমিক ভাবে বচসার সূত্রপাত সমাজমাধ্যমে। কিন্তু দুই মহিলা আধিকারিকের পারস্পরিক অভিযোগ এমন পর্যায়ে পৌঁছেছে যে, কর্ণাটক সরকার সিন্ধুরি ও রূপাকে বদলি করে দিয়েছে, সঙ্গে বদলি হয়েছে মুনিশ মুদগিল নামে আর এক আইএএস আধিকারিকেরও।
advertisement
advertisement
advertisement
রোহিণী সিন্ধুরি দেশের বিভিন্ন রাজ্য থেকে নিজের পড়াশোনা শেষ করেছেন। ইঞ্জিনিয়ারিং পড়ার পর তিনি আইএএস হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন। তাঁর জন্ম ১৯৮৪ সালের ৩০ মে। বাবার সরকারি চাকরির কারণেই ছোট থেকে তাঁকে দেশের নানা রাজ্যের কেন্দ্রীয় বিদ্যালয় থেকে পড়াশোনা করতে হয়েছে। পরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং–এ বি.টেক করেন।
advertisement
advertisement