JEE : পরের বছর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স কবে? দিনক্ষণ ঘোষণা করল বোর্ড
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Rachana Majumder
Last Updated:
২৮ এপ্রিল হবে পরীক্ষা।
কলকাতা: ২০২৪-এর রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার দিন ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ২৮ এপ্রিল হবে পরীক্ষা। তবে পরীক্ষার দিন ঘোষণা করলেও পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়নি বোর্ডের তরফে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার পরেই হয় মূলত জয়েন্ট এন্ট্রান্স হয়। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণও ঘোষণা করা হয়েছে। ১৬ ফেব্রুয়ারি থেকে ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পরীক্ষা। দুপুর ১২টা থেকে শুরু ৩ টে ১৫ পর্যন্ত পরীক্ষা হবে।
advertisement
পরের বছর মাধ্যমিক পরীক্ষাও আগে হবে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনের কারণেই পরীক্ষার সময়সূচি এগিয়ে আনা হয়েছে। ২ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা। শেষ হবে ১২ ফেব্রুয়ারি।
advertisement
২০২৪ সালে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২ ফেব্রুয়ারি থেকে। তা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১১টা ৪৫ থেকে দুপুর ৩ টে পর্যন্ত হবে এই পরীক্ষা। তবে প্রথম ১৫ মিনিট পরীক্ষার্থীরা পাবেন প্রশ্নপত্র পড়ার জন্য।
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 01, 2023 7:04 PM IST








