Joint Entrance Exam 2023: কোনও ঝুঁকি নয়! জয়েন্টের এন্ট্রান্সের পরীক্ষা ঘিরে কড়া ব্যবস্থা বোর্ডের

Last Updated:

Joint Entrance Exam 2023: পরীক্ষাকে কেন্দ্র করে ওএমআর শিট নিয়ে বিশেষ সতর্ক জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

কলকাতা: আগামীকাল রাজ্যে ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষা নেবে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। সকাল ১১ টা থেকে শুরু হবে পরীক্ষা। ১১ টা থেকে দুপুর ১টা পর্যন্ত হবে অঙ্ক পরীক্ষা। দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত হবে ফিজিক্স ও কেমিস্ট্রি পরীক্ষা। আর এই পরীক্ষাকে কেন্দ্র করে ওএমআর শিট নিয়ে বিশেষ সতর্ক জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
নিয়োগ দুর্নীতি কাণ্ডে ওএমআর শিট নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির হাতে। ওএমআর শিট টাম্পারিং এরও ঘটনা ঘটেছে এমনটাই তদন্তে উঠে এসেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির হাতে। আর এবার তার জেরেই জয়েন্ট এন্ট্রান্স বোর্ড ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কোন ঝুঁকি নিতে রাজি নয়। এবার তাই ওএমআর শিটে একাধিক নতুন প্রযুক্তি ব্যবহার করছে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড।
advertisement
advertisement
বোর্ড সূত্রে খবর যাতে ওএমআর শিট টেম্পারিং এর মত ঘটনা না ঘটে, তার জন্য এই সিদ্ধান্ত বোর্ডের। বোর্ড সূত্রে খবর প্রায় ১ লক্ষ ২০ হাজার পরীক্ষার্থী পরীক্ষা দেবেন। রাজ্যজুড়ে মোট ৩০০ টিরও বেশি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। নিরাপত্তার জন্য এবারই প্রথম প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করা হবে বলেই সূত্রের খবর।
advertisement
প্রসঙ্গত প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রাথমিকের টেট নেওয়ার জন্য প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে রাজ্য জুড়ে মেটাল ডিটেক্টর ব্যবহার করেছিল। এবার সেই পথেই হেঁটেই জয়েন্ট বোর্ড ও ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকার পরীক্ষার দিন রাজ্য জুড়ে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে মেটাল ডিটেক্টর ব্যবহার করতে চায়। মূলত যাতে পরীক্ষার্থীদের সঙ্গে কোন ইলেকট্রনিক ডিভাইস বা কোন কিছু না নিয়ে ঢুকতে পারে তার জন্য এই নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বোর্ড।
advertisement
পাশাপাশি ফ্রিকুয়েন্সি ডিটেক্টরও রাখা থাকবে বোর্ডের তরফে। প্রত্যেকবার এই ফ্রিকোয়েন্সি ডিটেক্টর ও রাখা থাকে বোর্ডের তরফে। মূলত যাতে নিশ্চিদ্রভাবে এই পরীক্ষা নেওয়া যায় তার জন্যই বোর্ডের তরফে কয়েক দফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই দাবি বোর্ডের আধিকারিকদের। তবে ওএমআর শিট এ নতুন প্রযুক্তি কী ধরনের ব্যবহার করা হচ্ছে, তা স্পষ্ট না হলেও, মনে করা হচ্ছে যে ওএমআর শিট গুলিতে পরীক্ষার্থীরা পরীক্ষা দেবেন সেখানে এমন কিছু প্রযুক্তি ব্যবহার করা হবে যাতে সেই ওএমআর শিট নকল করা সম্ভব না হয়।
advertisement
প্রসঙ্গত, জয়েন্ট বোর্ড প্রত্যেক পরীক্ষার্থী পিছু প্রশ্নপত্র দেন। অর্থাৎ এখানে আগেভাগে প্রশ্নপত্র খোলার সম্ভাবনা থাকে না। পরীক্ষার্থীরাই প্রশ্নপত্রের প্যাকেট খুলবেন। প্রশ্নপত্রের কপি ও পরীক্ষার্থীরা বাড়ি নিয়ে যেতে পারবেন। কিন্তু সাম্প্রতিক সময় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ওএমআর শিট নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসা এবার সতর্ক বোর্ড।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Joint Entrance Exam 2023: কোনও ঝুঁকি নয়! জয়েন্টের এন্ট্রান্সের পরীক্ষা ঘিরে কড়া ব্যবস্থা বোর্ডের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement