Home /News /education-career /
প্রকাশিত হল Wipro, TCS-র ত্রৈমাসিক রিপোর্ট, করোনাকালে ভাগ্য খুলছে ফ্রেশারদের!

প্রকাশিত হল Wipro, TCS-র ত্রৈমাসিক রিপোর্ট, করোনাকালে ভাগ্য খুলছে ফ্রেশারদের!

Representational Image

Representational Image

Wipro Q1 results 2021: এই পরিস্থিতিতে সংস্থাগুলির তরফে ১ লাখ ৫ হাজার ফ্রেশারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

  • Share this:

#কলকাতা: করোনা পরিস্থিতিতে কখনও একাধিক সংস্থায় কর্মী ছাঁটাই হয়েছে। কখনও আবার বেতনের পরিমাণ কমেছে। তবে, চলতি অর্থবর্ষে (২০২১-২২) ফ্রেশারদের ক্ষেত্রে চাকরির বড়সড় সুযোগ রয়েছে। দেশের তিনটি বড় IT সংস্থার প্রথম ত্রৈমাসিক রিপোর্ট আপাতত সেই কথাই বলছে। সম্প্রতি নিজেদের প্রথম ত্রৈমাসিক (এপ্রিল- জুন) কর্পোরেট রিপোর্ট প্রকাশ করল TCS, Infosys ও Wipro। রিপোর্ট অনুযায়ী, ৩টি সংস্থার লভ্যাংশের পরিমাণ ১৭ হাজার ৪৪৬ কোটি টাকা। এই পরিস্থিতিতে সংস্থাগুলির তরফে ১ লাখ ৫ হাজার ফ্রেশারকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

গত ১০ বছরে সবচেয়ে বেশি লাভবান Infosys-

সব চেয়ে বড় সংস্থা Tata Consultancy Services, সংক্ষেপে TCS-এর জুন ত্রৈমাসিকে ৯ হাজার কোটি টাকা লাভ হয়েছে। বৃহস্পতিবার Wipro-র তরফেও প্রথম ত্রৈমাসিকের রিপোর্ট দেওয়া হয়েছে। লভ্যাংশের পরিমাণ ৩ হাজার ২৪৩ কোটি টাকা। বিগত বছরের এই একই ত্রৈমাসিকে লভ্যাংশের পরিমাণ ২ হাজার ৩৯০ কোটি টাকা। একই ভাবে গত ১০ বছরে প্রথম ত্রৈমাসিকে সব চেয়ে বেশি লাভের মুখ দেখেছে Infosys। যার পরিমাণ ৫ হাজার ১৯৫ কোটি টাকা। Infosys-এর CEO তথা MD সলিল পারেখ জানান, গত এক দশকে বর্তমান ত্রৈমাসিকেই সব চেয়ে বেশি বৃদ্ধি তথা লাভ হয়েছে। ত্রৈমাসিক প্রকাশ করার পাশাপাশি Wipro-র তরফে জানানো হয়, জুন ত্রৈমাসিকে সংস্থার আয় ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ১৮ হাজার ২৫৩ কোটি টাকা হয়েছে। এক বছর আগেই যার পরিমাণ ছিল ১৪ হাজার ৯১৩ কোটি টাকা। এর পাশাপাশি IT সার্ভিস থেকে আয়ের পরিমাণ ১৮ হাজার ৪৮ কোটি টাকা। জুন ত্রৈমাসিকে সংস্থার পোর্টফোলিওতে ১২৯ জন নতুন গ্রাহক সংযুক্ত হয়েছে। সেই সূত্র ধরেই সংস্থার বার্তা, জুলাই- সেপ্টেম্বর ত্রৈমাসিকে প্রায় ৬০০০ IT প্রফেশনালকে চাকরি দেওয়া হবে। এক্ষেত্রে চলতি অর্থবর্ষে মোট ৩০ হাজার ফ্রেশারকে চাকরি দেওয়া হবে।

ওয়ার্ক ফ্রম হোম কালচারের সূত্র ধরেই বড় সড় চুক্তিতে শামিল হয়েছে সংস্থাগুলি-

করোনা কালে ওয়ার্ক ফ্রম হোম এবং অনলাইন এডুকেশনের হাত ধরে দ্রুত গতিতে ব্যবসা বৃদ্ধি পেয়েছে IT সংস্থাগুলির। সেই সূত্রে বড় সড় ব্যবসায়িক চুক্তিতেও সামিল হতে পেরেছে তারা। তথ্য অনুযায়ী, জুন ত্রৈমাসিকে Infosys ১৯ হাজার ৩৮১ কোটি টাকা ও TCS ৬০ হাজার ৩৮১ কোটি টাকার ব্যবসায়িক চুক্তি স্বাক্ষর করেছে। পাশাপাশি ৫ হাজার ৩২৫ কোটি টাকার ৮টি নতুন চুক্তিতে স্বাক্ষর করেছে Wipro।

Reliance Securities-এর সিনিয়র রিসার্চ অ্যানালিস্ট সুযোগ কুলকার্নির মতে, আগামী দিনে IT সেক্টরগুলিতে ক্লাউড, ডেটা অ্যানালিসিস, কাস্টমার এক্সপেরিয়েন্স-সহ একাধিক ক্ষেত্রে বিকাশ ঘটবে। পাশাপাশি ইউরোপে সংস্থাগুলির আউটসোর্সিংও একটি গুরুত্বপূর্ণ বিষয়।

তিনি আরও জানান, আগামী ২ বছর পর্যন্ত IT ক্ষেত্রের এই সব বড় সংস্থাগুলির শেয়ারও কেনা যেতে পারে। TCS-র শেয়ারের ক্ষেত্রে ৪ হাজার ১৮০ টাকা পর্যন্ত শেয়ার কেনা যেতে পারে। যা গতকাল বাজার বন্ধ হওয়ার জেরে ৩২০১.৫০ টাকায় থেমেছে। একইভাবে Infosys-র শেয়ারের ক্ষেত্রে ১ হাজার ৯২০ টাকা পর্যন্ত শেয়ার কেনা যেতে পারে।

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Infosys, Wipro