Job: বেতন মোটা অঙ্কের! গ্র‍্যাজুয়েট হলেই চাকরির সুযোগ খড়্গপুর IIT-তে, কোন পদ? কারা আবেদন করতে পারবেন? বিশদে জেনে নিন

Last Updated:

স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্নদের জন‍্য চাকরির সুযোগ রয়েছে খড়্গপুর আইআইটিতে। মোটা অঙ্কের বেতনে কাজের সুযোগ প্রযুক্তি বিদ্যার এই প্রতিষ্ঠানে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
পশ্চিম মেদিনীপুর: স্নাতক বা স্নাতকোত্তর উত্তীর্নদের জন‍্য চাকরির সুযোগ রয়েছে খড়্গপুর আইআইটিতে। মোটা অঙ্কের বেতনে কাজের সুযোগ প্রযুক্তি বিদ্যার এই প্রতিষ্ঠানে। স্বাস্থ্যক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়ে একটি গবেষণা প্রকল্পের কাজ হবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুরে।
সেই প্রকল্পের জন্য গবেষক নিয়োগের জন্য ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে। কেন্দ্রীয় সংস্থার অর্থপুষ্টে কর্মী নিয়োগ করা হবে অস্থায়ী ভিত্তিতে। অনলাইনে আবেদন জানাতে হবে আপনাকে।
advertisement
advertisement
প্রতিষ্ঠানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে গবেষণা প্রকল্পে কাজ করতে হবে। প্রকল্পটির নাম— ‘নিদান: নভেল এ.আই-এনেবেল্ড ইন্টেলিজেন্ট ডিটেকশন অ্যান্ড অ্যানালিসিস অ্যারে ফর নেফ্রোলজি ইন রিসোর্স-লিমিটেড সেটিংস’। প্রকল্পটির জন্য অর্থ সহায়তা করবে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর)। আর এই পদে নিয়োগ হবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে। নিযুক্ত ব্যক্তিদের জন্য রয়েছে মাসিক সাম্মানিক।
বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, এই প্রকল্পের জন্য প্রজেক্ট টেকনিক্যাল নিয়োগ করা হবে। শূন্যপদ রয়েছে দু’টি। নিযুক্তদের কাজের মেয়াদ থাকবে ১০ মাস। সম্পূর্ণ চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে এই পদে। সংশ্লিষ্ট পদে আবেদনকারীদের বয়স ৩৫ বছরের মধ্যে হতে হবে। শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে নিয়োগ করবে সংশ্লিষ্ট বিভাগ। অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে পারিশ্রমিক হবে মাসে সর্বাধিক ২৮ হাজার টাকা।
advertisement
আবেদনকারীদের প্রকল্প সম্পর্কিত কোনও বিষয়ে তিন বছরের স্নাতক এবং তিন বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে। যাঁদের ইঞ্জিনিয়ারিংয়ের আইটি বা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর্স ডিগ্রি রয়েছে, তাঁরাও আবেদন করতে পারবেন। আগ্রহীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি-সহ অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। মহিলা প্রার্থী বাদে বাকিদের জন্য আবেদনমূল্য ১০০ টাকা। আগামী ১৯ জুন আবেদনের শেষ দিন। এই বিষয়ে বিশদ জানতে প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে।
advertisement
রঞ্জন চন্দ 
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job: বেতন মোটা অঙ্কের! গ্র‍্যাজুয়েট হলেই চাকরির সুযোগ খড়্গপুর IIT-তে, কোন পদ? কারা আবেদন করতে পারবেন? বিশদে জেনে নিন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement