Upper primary Recruitment 2021|| সময়সীমার আগেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা? বড় সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
এক সপ্তাহের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেই তৎপরতা শুরু করল স্কুল সার্ভিস কমিশন।
#কলকাতা: এক সপ্তাহের মধ্যেই স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। তারপরেই তৎপরতা শুরু করল স্কুল সার্ভিস কমিশন। কমিশন সূত্রে খবর, শনিবার কয়েকঘন্টা দফায় দফায় বৈঠক করেছেন কমিশনের আধিকারিকরা। বৈঠকেই কমিশন সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্টের দেওয়া নির্দিষ্ট সময়সীমার আগেই স্কুল সার্ভিস কমিশন উচ্চ প্রাথমিকে ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে। সেই মোতাবেক দফতরের আধিকারিকদের ও প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলেই সূত্রের খবর। সেক্ষেত্রে বুধবার বৃহস্পতিবার কমিশন নতুন করে ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে। কলকাতা হাইকোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে স্কুল সার্ভিস কমিশনকে যারা ইন্টারভিউতে সুযোগ পেয়েছে বা যারা ইন্টারভিউতে সুযোগ পায়নি সবারই নম্বর দিয়ে লিস্ট প্রকাশ করতে হবে কমিশনকে। হাইকোর্টের এই অর্ডার মেনে কমিশন কাজ শুরু করছে। কমিশন সূত্রে খবর আপাতত এই নির্দেশের প্রেক্ষিতে ডিভিশন বেঞ্চে যাওয়ার সম্ভাবনা কার্যত নেই।
সাত বছরের বেশি সময় সীমা ধরে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া আইনি জটিলতায় আটকে রয়েছে। একাধিকবার উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ হয়েছে। কখনও মেধা তালিকা প্রকাশের পর নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ এবং তারপরে মেধাতালিকায় বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। আবার কখনও ইন্টারভিউ লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গেই হাইকোর্টে ধাক্কা খেয়েছে স্কুল সার্ভিস কমিশন। শুধু তাই নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এসএসসির উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রয়োজনীয় নির্দেশ স্কুল শিক্ষা দফতরের সচিবকেও গত সপ্তাহে দিয়েছেন। ইতিমধ্যেই রাজ্যের advocate-general সঙ্গেও বৈঠক করেছেন স্কুল শিক্ষা সচিব।
advertisement
যদিও চাকরিপ্রার্থীদের দাবি, হাইকোর্টের নির্দেশ মোতাবেক ৩১ জুলাইয়ের মধ্যেই কমিশনকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। অন্যদিকে ইন্টারভিউ লিস্ট প্রকাশের সঙ্গে সঙ্গে কমিশনের তরফে কার্যত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অফলাইনে অর্থাৎ সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে। করোনা পরিস্থিতি ঠিক হলে অর্থাৎ বাস-ট্রেন চলাচল শুরু হলে ইন্টারভিউ নেওয়ার প্রক্রিয়া শুরু হবে। কিন্তু গত সপ্তাহের হাইকোর্টের নির্দেশে ধীরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া ফের আটকে গিয়েছে। কমিশন সূত্রে খবর, শনিবারের বৈঠকেই আধিকারিকদের প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন কমিশনের চেয়ারম্যান। সেক্ষেত্রে বৃহস্পতিবারের মধ্যেই ইন্টারভিউ লিস্ট নম্বর-সহ প্রকাশ করতে চলেছে কমিশন বলেই সূত্রের খবর।
advertisement
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
First Published :
July 04, 2021 12:46 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Upper primary Recruitment 2021|| সময়সীমার আগেই উচ্চ প্রাথমিকের ইন্টারভিউ তালিকা? বড় সিদ্ধান্ত স্কুল সার্ভিস কমিশনের...