APPSC AE Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ; আজই আবেদনের শেষ দিন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
প্রার্থীদের ১৩ নভেম্বর, ২০২১ অর্থাৎ আজকের মধ্যেই আবেদনপত্র জমা দিতে হবে।
#নয়াদিল্লি: সম্প্রতি অন্ধ্রপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশনের (Andhra Pradesh Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (Assistant Engineer) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছিল। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে psc.ap.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
APPSC AE Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের ১৩ নভেম্বর, ২০২১ অর্থাৎ আজকের মধ্যেই আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
APPSC AE Recruitment 2021: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণ
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৯০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে।
advertisement
advertisement
APPSC AE Recruitment 2021: বিশেষ ঘোষণা
যে সকল প্রার্থীরা প্রথমবার আবেদন করবেন তাঁদের বায়োডেটা সহযোগে নাম রেজিস্টার করাতে হবে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: অন্ধ্রপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (APPSC)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার
শূন্যপদের সংখ্যা: ১৯০
কাজের স্থান: অন্ধ্র প্রদেশ
কাজের ধরন: স্থায়ী পদ
নির্বাচন পদ্ধতি: কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা
advertisement
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৩.১১.২০২১
APPSC AE Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে psc.ap.gov.in ওটিপিআর অপশনে ক্লিক করে নাম রেজিস্ট্রেশন করতে হবে। নতুন একটি পেজে প্রার্থীদের প্রয়োজনীয় তথ্য দিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট আপলোড করে সাবমিট করতে হবে। এর পর প্রার্থীদের আবেদন ফি সহ সম্পূর্ণ আবেদনপত্রটি জমা করতে হবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
advertisement
APPSC AE Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। লিখিত পরীক্ষার দিন ও স্থান প্রতিষ্ঠান মারফত নির্দিষ্ট সময়ে প্রার্থীদের নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
আবেদনে ইচ্ছুক প্রার্থীরা সরাসরি আবেদন করতে হলে এই লিঙ্কটি http://203.145.179.112/UI/RegistrationForms/OneTimeRegistration_New.aspx ব্যবহার করতে পারেন।
Location :
First Published :
November 13, 2021 12:20 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
APPSC AE Recruitment 2021: পাবলিক সার্ভিস কমিশনে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগ; আজই আবেদনের শেষ দিন!