স্কুলগুলিতে ফের বিপুল সংখ্যক লাইব্রেরিয়ান নিয়োগ করতে চলেছে SSC, জানুন বিস্তারিত

Last Updated:

শেষ লাইব্রেরিয়ান নিয়োগ রাজ্য স্কুলগুলিতে করা হয়েছিল ২০১২ সালে। অর্থাৎ ২০১২ সালে বিজ্ঞপ্তি দিয়ে ২০১৩ সালের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছিল। প্রায় ৮ বছর পর রাজ্য সরকারের স্কুলগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে।

SOMRAJ BANDOPADHYAY
#কলকাতা: ফের নিয়োগের তৎপরতা শুরু করে দিল স্কুল সার্ভিস কমিশন। দীর্ঘদিন ধরেই শিক্ষক নিয়োগের প্রক্রিয়া কার্যত আটকে রয়েছে। কিন্তু এবার লাইব্রেরিয়ান নিয়োগ এ তৎপরতা শুরু করে দিল রাজ্য সরকার। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর এক হাজারেরও বেশি লাইব্রেরিয়ান পদে ফাঁকা রয়েছে এখনো পর্যন্ত।যদিও সেই সংখ্যা বাড়তে পারে বলে অনুমান দপ্তরের আধিকারিকদের। যদিও বিভিন্ন জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শক দেন স্কুলের লাইব্রেরিয়ানের শূন্যপদ পাঠানোর নির্দেশ দেওয়া হবে খুব শীঘ্রই বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর। তবে ইতিমধ্যেই শিক্ষামন্ত্রী তরফের নিয়োগের তৎপরতা শুরু করে দেওয়ার নির্দেশ এসএসসি কে দেওয়া হয়েছে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রের খবর।
advertisement
শেষ লাইব্রেরিয়ান নিয়োগ রাজ্য স্কুলগুলিতে করা হয়েছিল ২০১২ সালে। অর্থাৎ ২০১২ সালে বিজ্ঞপ্তি দিয়ে ২০১৩ সালের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা হয়েছিল। প্রায় ৮ বছর পর রাজ্য সরকারের স্কুলগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন সূত্রে খবর এক্ষেত্রে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে। শুধু যোগ্যতামান হিসেবে লাইব্রেরিয়ান সাইন্স এর উপর কোর্স করা আছে নাকি সেটাও দেখা হবে বলেই কমিশন সূত্রে খবর। তবে শূন্য পদের সংখ্যা এক হাজার হতে পারে এই ধরেই নিয়োগের দিকে এগোচ্ছে এসএসসি বলেই জানা গিয়েছে। যদিও আট বছর বাদে লাইব্রেরিয়ান নিয়োগ প্রক্রিয়া শুরু হবে সেই সংখ্যা আরো বাড়তে পারে বলেই মনে করছেন কমিশনের আধিকারিকরা।তবে বিভিন্ন জেলা থেকে শূন্য পদের তালিকা এলেন দ্রুত বিজ্ঞাপন দেওয়া হবে বলেই কমিশন সূত্রে খবর।
advertisement
advertisement
অন্যদিকে এখনও আইনি জটিলতায় কার্যত আটকে রয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া। ইন্টারভিউ এর তালিকা বের করতে চেয়ে চার সপ্তাহ কোর্টের কাছে সময় চেয়েছিল এসএসসি। সেই সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এর পরবর্তী পদক্ষেপ এসএসসি তরফে কি নেওয়া হবে তা এখনও নির্দিষ্টভাবে জানা যায়নি কমিশন সূত্রে। অন্যদিকে হাইকোর্টের নির্দেশ রয়েছে ৩১ শে জুলাই এর মধ্যেই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। অন্যদিকে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া হাইকোর্টের দেওয়া সময়সীমার মধ্যে করার দাবি নিয়ে ইতিমধ্যেই সোস্যাল সাইটগুলোতে বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন শুরু করেছেন এসএসসি চাকরিপ্রার্থীরা। তার মধ্যেই রাজ্যের স্কুলগুলিতে লাইব্রেরিয়ান নিয়োগ এর খবর আশায় কিছুটা স্বস্তিতে চাকরিপ্রার্থীদের একাংশ। যদিও লাইব্রেরিয়ান নিয়োগ নিয়ে স্কুল সার্ভিস কমিশনের কোনো আধিকারিক এর প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
স্কুলগুলিতে ফের বিপুল সংখ্যক লাইব্রেরিয়ান নিয়োগ করতে চলেছে SSC, জানুন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement