Job related Courses: গ্রামীণ যুবক-যুবতীদের জন্য সুখবর, আইআইটিতে বিশেষ কোর্স, উদ্বোধন প্রতিষ্ঠানের
- Reported by:Ranjan Chanda
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Job related Courses: আগামী নভেম্বরে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে। গ্রামীণ এবং শহরতলী এলাকার মহিলাদের ক্ষমতায়ন, অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে উন্নীত এবং গোটা সমাজের পরিবর্তন ঘটাবে আইআইটি খড়্গপুরের এই বিশেষ উদ্যোগ।
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: এবার গ্রামীন কিংবা শহরতলী এলাকার যুবকদের জন্য এক নতুন দিগন্ত। আইআইটি খড়্গপুরে চালু হয়েছে বিশেষ এক প্রতিষ্ঠান, যা মূলত স্বাস্থ্য ক্ষেত্রে পরিষেবা দেওয়ার জন্য যুবকদের উৎসাহিত করবে এবং বিশেষ প্রশিক্ষণ দেবে। শুধু তাই নয় প্রশিক্ষণের শেষেও সার্টিফিকেট প্রদান করা হবে। মূলত শহর শহরতলী কিংবা গ্রামীণ এলাকার পড়ুয়া ও যুবক-যুবতীদের জন্য স্বাস্থ্য ক্ষেত্রে আত্মনির্ভরশীলতা এবং স্বাবলম্বী করে তুলতে এই বিশেষ উদ্যোগ আইআইটি খড়্গপুরের।
ভারতবর্ষের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও জোরদার করে তুলতে এবং স্বাস্থ্য বিভাগের একাধিক বিষয় যুবক-যুবতীদের প্রশিক্ষিত করে তুলতে নতুন এক সেন্টার শুরু করেছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান আইআইটি খড়্গপুর। আইআইটি খড়গপুর ক্যাম্পাসের মধ্যেই \’স্কুল ফর স্কিলস; হেলথ কেয়ার এন্ড টেকনোলজি\’ সেন্টার উদ্বোধন করা হয়েছে ইতিমধ্যেই।
আরও পড়ুনঃ সাবধান! বৃষ্টি বাড়তেই দেখা দিচ্ছে ডেঙ্গি; কয়েকটি পরামর্শ মেনে চললে কমবে আক্রান্ত হওয়ার শঙ্কা জানালেন বিশেষজ্ঞ চিকিৎসক…
আইআইটি সূত্রে জানা গিয়েছে, ভারত সরকারের মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রেনরশিপ এর অধীনে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের সহযোগিতায় বিশেষ শর্ট টার্ম কোর্সে যুবক যুবতীদের স্বনির্ভর এবং কর্মক্ষেত্রে উদ্যোগী করে তুলতে স্বাস্থ্য বিষয়ক একাধিক বিষয় শেখান হবে। প্রতিবছর দেড়শ জন যুবক যুবতীদের এই বিশেষ স্বল্প মেয়াদী সার্টিফিকেট কোর্স করানো যাবে বলে আইআইটি সূত্রে খবর। এই বিশেষ সেন্টারে যুবক যুবতীদের জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, ইমারজেন্সি মেডিকেল টেকনিশিয়ান হিসেবে প্রশিক্ষিত করে তোলা হবে।
advertisement
advertisement
এই প্রশিক্ষিত যুবক-যুবতীরা আইআইটি খড়্গপুরের শ্যামাপ্রসাদ মুখার্জি সুপার স্পেশালিটি হাসপাতালে কাজের সুযোগ পাবে। শুধু তাই নয়, এই প্রশিক্ষিতরা আইআইটি খড়্গপুরের স্বাস্থ্য ব্যবস্থাকে আরও উন্নত করবে। এছাড়াও, পশ্চিমবঙ্গের পাশাপাশি সারা ভারতেও স্বাস্থ্য বিভাগে কাজের এক নতুন দিগন্ত খুলে যাবে তাদের কাছে। আইআইটি খড়্গপুরের ডিরেক্টর সুমন চক্রবর্তী জানিয়েছেন, \”এই বিশেষ প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ সমাজ গঠনে এক অনুযোগী পদক্ষেপ। এই প্রশিক্ষিত যুবক-যুবতীরা আগামীতে সমাজের উন্নতিতে এগিয়ে আসবে। গ্রামীণ স্বাস্থ্য ক্ষেত্রে সহযোগিতা এবং আগামীতে স্বাস্থ্য পরিষেবা দিতে তৎপর হবে। যা গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটাবে।\”
advertisement
আগামী নভেম্বরে প্রথম ব্যাচের প্রশিক্ষণ শুরু হবে।এই বিশেষ উদ্যোগ স্বাস্থ্যখাতে কর্মসংস্থান সৃষ্টি করবে। শুধু তাই নয়, গ্রামীণ এবং শহরতলী এলাকার মহিলাদের ক্ষমতায়ন, অর্থনৈতিকভাবে দুর্বল অংশগুলিকে উন্নীত এবং গোটা সমাজের পরিবর্তন ঘটাবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 20, 2025 4:19 PM IST










