Police Recruitment 2021: দ্বাদশ উত্তীর্ণ হলেই পুলিশের ৪০০০ শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন-বেতনক্রম, জানুন...
- Published by:Shubhagata Dey
Last Updated:
recruitment.ksp.gov.in or অথবা cpc21.ksp-online.in এই দু'টি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্য আবেদন করা যাবে।
#বেঙ্গালুরু: নানা বেসরকারি ক্ষেত্রে কর্মজগতে বেশ টালমাটাল এক পরিস্থিতি তৈরি হয়েছে করোনা পরিস্থিতির হাত ধরে। কিন্তু সরকারি নানা ক্ষেত্রে বছর জুড়ে চলছে নিয়োগ প্রক্রিয়া, তাতে কোনও রকম ভাটা পড়েনি। পুলিশ বিভাগে যে সকল প্রার্থীরা কাজ করতে ইচ্ছুক, তাঁদের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে এল কর্নাটক স্টেট পুলিশ। কর্নাটক স্টেট পুলিশ (Karnataka State Police), সংক্ষেপে KSP ঘোষণা করেছে সিভিল পুলিশ কনস্টেবল (Civil Police Constable) পদের জন্য যোগ্য প্রার্থী নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীদের কর্নাটক স্টেট পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার শেষ তারিখ বাড়িয়ে ১২ জুলাই, ২০২১ । এই আবেদনের জন্য শেষ তারিখ ছিল জুন ২৫, ২০২১ কিন্তু, করোনা পরিস্থিতি ওপর নজর রেখে আবেদনের শেষ তারিখ বাড়ানো হয়েছে। recruitment.ksp.gov.in or অথবা cpc21.ksp-online.in এই দু'টি অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এই পদের জন্য আবেদন করা যাবে। ওয়েবসাইটে গেলে নোটিফিকেশন দেখতে পাওয়া যাবে।
পদের নাম:
সিভিল পুলিশ কনস্টেবল
শূন্যপদ:
কর্নাটক স্টেট পুলিশ কনস্টেবল পদের জন্য মোট ৪০০০ শূন্যপদ রয়েছে
advertisement
গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন শুরু হয়ে গিয়েছে ২৫ মে, ২০২১ থেকে।
আবেদনের শেষ তারিখ জুলাই ১২, ২০২১ পর্যন্ত।
যোগ্যতা:
প্রার্থীদের অবশ্যই দ্বাদশ শ্রেণি বা তার সমতুল্য পাশ সার্টিফিকেট থাকতে হবে।
বয়সসীমা:
আবেদনকারীদের বয়স অবশ্যই ১৮-২৫ বছরের মধ্যে হতে হবে। এই বয়সের মধ্যে না হলে আবেদন গ্রহণ করা হবে না।
advertisement
আবেদনের ফি:
জেনেরাল ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি দিতে হবে ২৫০ টাকা। সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের কোনও প্রকার আবেদন ফি লাগবে না।
বেতন:
view commentsনির্বাচিত প্রাথীদের বেতন কাঠামো হবে ২৩,৫০০ থেকে ৪৬,৬৫০ টাকার মধ্যে।
Location :
First Published :
June 25, 2021 5:46 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Police Recruitment 2021: দ্বাদশ উত্তীর্ণ হলেই পুলিশের ৪০০০ শূন্যপদে নিয়োগ, কীভাবে আবেদন-বেতনক্রম, জানুন...