OPSC Recruitment 2021: ১৫৮৬ পদে মেডিক্যাল অফিসার ও সার্জন নিয়োগ, ঘোষিত হল পরীক্ষার তারিখ
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (Odisha Public Service Commission) এক বিজ্ঞপ্তি জারি করে মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সার্জেন পদে নিয়োগের জন্য পরীক্ষার তারিখ ঘোষণা করেছে।
#OPSC Recruitment 2021: সম্প্রতি ওড়িশা পাবলিক সার্ভিস কমিশন (Odisha Public Service Commission) এক বিজ্ঞপ্তি জারি করে মেডিক্যাল অফিসার, অ্যাসিস্ট্যান্ট সার্জেন পদে নিয়োগের জন্য পরীক্ষার তারিখ ঘোষণা করেছে। পরীক্ষার্থীরা এই বিষয়ে আরও বিশদে জানতে কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে opsc.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
শূন্যপদের সংখ্যা
উল্লিখিত পদের জন্য মোট ১৫৮৬ জন প্রার্থীকে নিয়োগ করা হবে।
বয়সসীমা
বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীদের বয়সসীমা ২১ থেকে ৩৭ বছর হওয়া বাঞ্ছনীয়।
advertisement
শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা সরকার স্বীকৃত প্রতিষ্ঠান বা মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া (Medical Council of India ) থেকে প্রাপ্ত MBBS ডিগ্রি অথবা সমযোগ্যতা সম্পন্ন ডিগ্রির অধিকারী তাঁরাই এই পরীক্ষায় বসতে পারবেন। এছাড়াও প্রার্থীদের ওড়িশা মেডিক্যাল রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৯৬১-এর অধীনে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে।
advertisement
পরীক্ষা কেন্দ্র
কমিশন সূত্রে খবর, ওড়িশার ভুবনেশ্বর এবং কটক শহরে নিয়োগের পরীক্ষার আয়োজন করা হয়েছে। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে, প্রার্থীদের অসম্পূর্ণ বা ত্রুটিযুক্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না।
গুরুত্বপূর্ণ তারিখ
মেডিক্যাল অফিসার এবং অ্যাসিসট্যান্ট সার্জেন পদে আবেদনের শেষ দিন ২১ অগস্ট, ২০২১।
উল্লিখিত পদে নিয়োগের পরীক্ষা ১ সেপ্টেম্বর, ২০২১ তারিখ বলে জানানো হয়েছে।
advertisement
কী ভাবে আবেদন করতে হবে?
প্রথমে OPSC-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপলাই অনলাইন অপশনে ক্লিক করলে প্রার্থীদের সামনে একটি নতুন উইনডো খুলবে। এর পর চলতি রিক্রুটমেন্ট অপশনে গিয়ে প্রথমে নাম রেজিস্টার করতে হবে, তার পর প্রয়োজনীয় ডকুমেন্টের (আধার কার্ড, প্যান কার্ড এবং অন্যান্য) ডিটেইলস দিতে হবে। এর পর অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে, আবেদন ফি জমা করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে নিতে পারেন।
advertisement
পরীক্ষার পদ্ধতি
view commentsMCI-এর সিলেবাস অনুযায়ী পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। পরীক্ষার মোট মান হবে ২০০।
Location :
First Published :
August 12, 2021 12:35 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
OPSC Recruitment 2021: ১৫৮৬ পদে মেডিক্যাল অফিসার ও সার্জন নিয়োগ, ঘোষিত হল পরীক্ষার তারিখ