Job News: বিটেক কিংবা ফার্স্ট ক্লাস এমটেক হলেই আইআইটি-তে চাকরি, জানুন বিস্তারিত

Last Updated:

Job News: আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
খড়গপুর, রঞ্জন চন্দ: আপনি কি মেকানিক্যাল কিংবা বায়ো-মেডিকেল বিষয় নিয়ে এমটেক ডিগ্রি করেছেন? কিংবা মেকানিক্যাল, এরোস্পেস, কেমিক্যাল, বায়ো-মেকানিক্যাল যে কোনও বিষয়ে বিটেক ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য দুর্দান্ত বেতনে চাকরির সুযোগ রয়েছে ভারতের প্রযুক্তিবিদ্যার প্রাচীন প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি খড়গপুরে। মোটা অঙ্কের বেতনে সরকারি চাকরি পেতে এখনই অনলাইনে আবেদন জানান। গবেষণা সংক্রান্ত কাজের জন্য চুক্তিভিত্তিক একজন কর্মী নিয়োগ করবে আইআইটি খড়গপুর। ইতিমধ্যে আইআইটি খড়গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে আবেদনের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্য চুক্তিভিত্তিক গবেষক প্রয়োজন। বিশেষ এই প্রকল্পে কাজের জন্য জুনিয়র রিচার্জ অফিসার নিয়োগ করবে আইআইটি খড়গপুর। টাটা কনসালটেন্সি সার্ভিসের আর্থিক সহযোগিতায় Cardiac Modelling of Pediatric heart(CGP) বিশেষ প্রকল্পে কাজের জন্য জুনিয়ার রিসার্চ অফিসার নিয়োগ করবে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে অনলাইন মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করেছে প্রযুক্তিবিদ্যার এই প্রতিষ্ঠান।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, মেকানিক্যাল কিংবা বায়ো-মেডিক্যাল বিষয় নিয়ে ফার্স্ট ক্লাস এমটেক ডিগ্রি কিংবা মেকানিক্যাল, এরোস্পেস, কেমিক্যাল, বায়ো-মেকানিক্যাল যে কোনও বিষয়ে বিটেক ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন। এক্ষেত্রে প্রয়োজন অভিজ্ঞতারও। অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করা হবে। প্রাথমিকভাবে ৩২ মাসের চুক্তিতে নিয়োগ করা হবে একজন কর্মী। যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রতি মাসে বেতন ৬১ হাজার টাকা। বয়সসীমা ৩২ বছরের মধ্যে।
advertisement
আবেদনের জন্য কোনও আবেদন মূল্য লাগবে না। যোগ্যতা এবং অভিজ্ঞতা থাকলে ৭ ডিসেম্বর ২০২৫-এর মধ্যে অনলাইন মাধ্যমে মূল বিজ্ঞপ্তি দেখে আবেদন জানাতে হবে। প্রথম খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে টেম্পোরারি জবস পজিশনে গিয়ে মূল বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Job News: বিটেক কিংবা ফার্স্ট ক্লাস এমটেক হলেই আইআইটি-তে চাকরি, জানুন বিস্তারিত
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement