NCRTC Recruitment 2021: অত্যাধুনিক ট্রেনের বিভিন্ন কাজের জন্য চলছে ইঞ্জিনিয়ার নিয়োগ; জেনে নিন বিস্তারিত

Last Updated:

রেলওয়ে এবং মেট্রো রেল কর্পোরেশন/ অন্যান্য কেন্দ্রীয়/ রাজ্য সরকারের অধিগৃহীত সংস্থার কর্মীরাও আবেদন জানাতে পারেন।

#NCRTC Recruitment 2021: আরআরটিএস (RRTS) ট্রেনের বিভিন্ন কাজের জন্য ইঞ্জিনিয়ার নিয়োগ করা হচ্ছে। আরআরটিএস ট্রেনগুলি চালানো এবং রক্ষণাবেক্ষণের জন্য শীঘ্রই অভিজ্ঞ ইঞ্জিনিয়ার নিয়োগ করছে ন্যাশনাল ক্যাপিটাল রিজিওন ট্রান্সপোর্ট কর্পোরেশন (NCRTC)। রেলওয়ে এবং মেট্রো রেল কর্পোরেশন/ অন্যান্য কেন্দ্রীয়/ রাজ্য সরকারের অধিগৃহীত সংস্থার কর্মীরাও আবেদন জানাতে পারেন।
এনসিআরটিসি-র তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সংশ্লিষ্ট ক্ষেত্রে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বাছাই করে প্রার্থীদের ইন্টারভিউতে ডাকা হবে। ফলে প্রাথমিক ভাবে নির্বাচিত না হলে কোনও প্রার্থীই ইন্টারভিউতে বসতে পারবেন না।
রিজিওনাল র‍্যাপিড ট্রানজিট সিস্টেম (আরআরটিএস) এনসিআরে একটি নতুন, উৎকৃষ্ট, উচ্চ গতিসম্পন্ন, উচ্চ ক্ষমতাযুক্ত, আরামদায়ক যাত্রী পরিষেবা যা আঞ্চলিক ভাবে সংযোগ স্থাপন করবে। আরআরটিএস ফেজ-১-এর আওতায় থাকা এই করিডোরগুলি হল দিল্লি-গাজিয়াবাদ-মিরাট (Delhi-Ghaziabad-Meerut), দিল্লি-গুরুগ্রাম-এসএনবি-আলোয়ার (Delhi-Gurugram-SNB-Alwar) এবং দিল্লি-পানিপথ (Delhi-Panipat)।
advertisement
advertisement
প্রার্থীরা অনলাইনের পাশাপাশি অফলাইনেও আবেদনপত্র জমা দিতে পারবেন। তবে অনলাইনে জমা দেওয়ার পরে, প্রার্থীদের আবেদনপত্রের একটি প্রিন্ট-আউট কপি নিজেদের কাছে রাখতে হবে। প্রার্থীরা এই সম্পর্কিত নথিপত্র সহ আবেদনপত্র Career Cell, HR Department, National Capital Region Transport Corporation, Near Vikas Sadan, INA Colony, New Delhi-110023- এই ঠিকানায় পাঠাতে পারেন।
শূন্যপদ
সিনি. এক্সিকিউটিভ (কর্পোরেট হসপিটালিটি) (Corporate Hospitality): ১
advertisement
ডেপু. জেনারেল ম্যানেজার (ইলেকট্রিক্যাল/রোলিং স্টক) (Electrical/Rolling Stock): ২
ডেপু. জেনারেল ম্যানেজার (অপারেশন) (Operations): ১
সিনি. এক্সিকিউটিভ (অপারেশন) (Operations): ৮
ডেপু. জেনারেল ম্যানেজার (সিগন্যাল এন্ড টেলিকম) (Signal & Telecom): ১
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ইলেকট্রিক্যাল) (Electrical): ১০
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিগন্যালিং এন্ড টেলিকমিউনিকেশন) (Signalling & Telecommunication): ৫
ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট-১ (সিগন্যালিং এন্ড টেলিকমিউনিকেশন) (Signalling & Telecommunication): ৪
advertisement
ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েট-১ (ইলেকট্রিক্যাল) (Electrical): ১
চিফ প্রজেক্ট ম্যানেজার/গ্রুপ জেনারেল ম্যানেজার (সিভিল) (Chief Project Manager/ Group General Manager (Civil): ১
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NCRTC Recruitment 2021: অত্যাধুনিক ট্রেনের বিভিন্ন কাজের জন্য চলছে ইঞ্জিনিয়ার নিয়োগ; জেনে নিন বিস্তারিত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement