Indian Railways recruitment 2021: ৪০ হাজার শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত

Last Updated:

এরজন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জানানোর অফিসিয়াল ওয়েবসাইটটি হল: rrbcdg.gov.in.

#নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব কিছুটা কমার পর ভারতীয় রেলে (Indian Railway) একাধিক শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ভারতীয় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের (Railway Recruitment Board) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী গ্রুপ ডি (Group D )-র বিভিন্ন পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। জানা গিয়েছে এই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং (Engineering) বিভাগের অধীনে ট্র্যাক রক্ষণাবেক্ষক (Track Maintainer) পদের জন্য গ্রুপ ডি পোস্টে নিয়োগ হচ্ছে। এরজন্য আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন জানানোর অফিসিয়াল ওয়েবসাইটটি হল: rrbcdg.gov.in.
পদের নাম: ট্র্যাক রক্ষণাবেক্ষণকারী গ্রেড IV
বিভাগ: ইঞ্জিনিয়ারিং
advertisement
বেতন স্কেল: ১৮ হাজার টাকা (Level 1 of 7th CPC Pay Matrix)। থাকবে অতিরিক্ত ভাতা
মোট শূন্যপদ: ৪০ হাজার ৭২১
বয়স সীমা:
প্রার্থীর বয়স ১ জুলাই ২০১৯ পর্যন্ত নিম্ন এবং উচ্চ বয়সের সীমা সমস্ত বিভাগের জন্য আলাদা রয়েছে।
জেনারেল বিভাগ (General): বয়সসীমা ১৮ থেকে ৩৩ (১ জুলাই ২০০১ থেকে ২ জুলাই ১৯৮৬)
advertisement
ওবিসি (এনসিএল) (OBC (NCL)): বয়সসীমা ১৮ থেকে ৩৬ (১ জুলাই ২০০১ থেকে ২ জুলাই ১৯৮৩)
এসসি/এসটি (SC/ST): বয়সসীমা ১৮ থেকে ৩৮ (১ জুলাই ২০০১ থেকে ২ জুলাই ১৯৮১)
মেডিকেল স্ট্যান্ডার্ড: বি ১
জেনারেল ফিটনেস: শারীরিকভাবে সমস্ত ক্ষেত্রে ফিট থাকতে হবে।
দৃষ্টিশক্তি স্ট্যান্ডার্ড: দূরবর্তী দৃষ্টি: ৬/৯, ৬/১২ চশমা সহ বা ছাড়াই (লেন্সের শক্তি ৪ডি ছাড়িয়ে যাওয়া যাবে না)।
advertisement
কাছের দৃষ্টি: কাছ থেকে কোনওকিছু পড়লে অথবার নির্দিষ্ট দূরত্ব রেখে পড়লে এসএন ০.৬, ০.৬ চশমা হতে হবে।
এছাড়া Colour Vision, Binocular Vision, Night Vision, Mesopic vision সহ একাধিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
গুরুত্বপূর্ণ বিষয়: বর্তমানে ভারতে কোভিড-১৯ পরিস্থিতির কারণে আরআরবি গ্রুপ ডি ২০২১ এর পরীক্ষাগুলি নির্ঘন্ট বিলম্বিত হতে পারে। এছড়া এই সমস্ত বিষয় ভারতীয় রেলের নিয়োগ প্রক্রিয়ার ওয়েবসাইটে গিয়ে যাচাই করে নিন।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Railways recruitment 2021: ৪০ হাজার শূন্যপদে নিয়োগ, জানুন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement