India Post Recruitment 2021: ভারতীয় ডাক বিভাগে ম্যানেজার, সুপারভাইজার পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।
#নয়াদিল্লি: সম্প্রতি ভারতীয় ডাক বিভাগের (India Post) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজার, সুপারভাইজার পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন।
এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে www.indiapost.gov.in গিয়ে খোঁজ নিতে পারেন।
India Post Recruitment 2021: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ১৬ অক্টোবর থেকে। প্রার্থীরা আগামী ১৫ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে ভারতীয় ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পাওয়া যাবে।
advertisement
advertisement
India Post Recruitment 2021: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৯টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
India Post Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: ২৩টি পদ
টেকনিক্যাল সুপারভাইজার: ৬টি পদ
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: ভারতীয় ডাক বিভাগ (India Post)
পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, টেকনিক্যাল সুপারভাইজার
শূন্যপদের সংখ্যা: ২৯
advertisement
কাজের স্থান: ভারত
কাজের ধরন: সরকারি
নির্বাচন পদ্ধতি: ডেপুটেশন ভিত্তিক
আবেদন প্রক্রিয়া শুরু: ১৬.১০.২০২১
শিক্ষাগত যোগ্যতা: ব্যাচেলর ডিগ্রি ও ডিপ্লোমা
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ১৫.১২.২০২১
India Post Recruitment 2021: আবেদনের যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার: প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি এবং ১ বছরের ডিপ্লোমা থাকা আবশ্যিক। এছাড়াও নির্দিষ্ট বিভাগে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত বা অধীনস্থ ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
advertisement
টেকনিক্যাল সুপারভাইজার: প্রার্থীদের সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর ডিগ্রি এবং ১ বছরের ডিপ্লোমা থাকা আবশ্যিক। এছাড়াও নির্দিষ্ট বিভাগে কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত বা অধীনস্থ ক্ষেত্রে ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
India Post Recruitment 2021: বয়সসীমা
সর্বোচ্চ ৫৬ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারবেন।
India Post Recruitment 2021: নির্বাচন পদ্ধতি
advertisement
প্রার্থীদের ডেপুটেশনের ভিত্তিতে নির্বাচন করা হবে।
India Post Recruitment 2021: আবেদন পদ্ধতি
প্রার্থীদের প্রথমে ডাক বিভাগের অফিসিয়াল ওয়েবসাইটে www.indiapost.gov.in গিয়ে টেকনিক্যাল পোস্টের পিডিএফটি ডাউনলোড করে দেখে নিতে হবে। এর পর ‘Register' অপশনে ক্লিক করে নিজেদের নাম রেজিস্ট্রেশন করাতে হবে। নিজেদের লগ-ইন আইডি সহ আবেদনপত্রের লিঙ্কটি খুলে আবেদনপত্রটি পূরণ করে জমা করতে হবে। প্রার্থীরা ভবিষ্যতের সুবিধার্থে ফর্মের এক কপি প্রিন্ট করিয়ে রাখতে পারেন।
advertisement
Keywords: India Post Recruitment 2021, India Post
Original Story Link: https://www.indiatoday.in/education-today/government-jobs/story/india-post-recruitment-2021-hiring-begins-for-assistant-manager-and-technical-supervisor-1868981-2021-10-25
Written By: Satabdy Kar
Location :
First Published :
October 28, 2021 12:57 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
India Post Recruitment 2021: ভারতীয় ডাক বিভাগে ম্যানেজার, সুপারভাইজার পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন?