IIT Recruitment 2021|| জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, গ্র্যাজুয়েটরা কী ভাবে আবেদন করবেন? জানুন...

Last Updated:

IIT Dhanbad to recruits junior assistants: এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের হিন্দি বা ইংরাজি টাইপিং জানতেই হবে।

#IIT Dhanbad REcruitment 2021: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (Indian School of Mines) ধানবাদ, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৭৩টি শূন্যপদের কথা ঘোষণা করেছে। এই পদের জন্য সদ্য গ্র্যাজুয়েটরাও আবেদন করতে পারেন।
IIT ধানবাদে নিয়োগের শূন্যপদের বিবরণ:
মোট ৭৩টি জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করবে IIT ধানবাদ। এই পদগুলিতে আবেদনের জন্য প্রার্থীদের হিন্দি বা ইংরাজি টাইপিং জানতেই হবে।
IIT ধানবাদে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ:
আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। অনলাইনে আবেদন পত্র পাওয়া যাচ্ছে IIT ধানবাদের অফিসিয়াল ওয়েবসাইটে। আবেদনের শেষ তারিখ ৩১ অগস্ট, ২০২১।
advertisement
IIT ধানবাদে শূন্যপদে আবেদনের যোগ্যতা:
Computer Office Applications, MS Word, Excel, Power Point জানা মানুষজনই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
advertisement
এছাড়াও মিনিটে ৪০টি শব্দ ইংরাজিতে ও মিনিটে ৩৫টি শব্দ হিন্দিতে টাইপিং জানতে হবে। এই দু'টোর মধ্যে যে কোনও একটি ভাষায় টাইপিং স্পিড থাকলেও আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, কেউ যদি শারীরিক ভাবে বিশেষ চাহিদা সম্পন্ন হন, তা হলে এই টাইপিং স্পিডের মাপকাঠি তাঁদের জন্য নয়। তবে, এর জন্য IIT হাসপাতাল বা মেডিক্যাল বোর্ডের অনুমোদন প্রয়োজন।
advertisement
IIT ধানবাদে শূন্যপদে নিয়োগের প্রক্রিয়া:
স্ক্রিনিং টেস্ট, ট্রেড টেস্ট ও মূল পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার্থীদের। প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে, প্রথমে ট্রেড টেস্টে বসতে হবে, তাতে পাশ করলে লিখিত পরীক্ষা ও কম্পিউটার টেস্টে বসতে হবে। পরে এই দুই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশ করা হবে।
IIT ধানবাদে শূন্যপদে নিয়োগের গুরুত্বপূর্ণ তথ্য:
এই পদে নিয়োগের জন্য সত্বর আবেদন করতে হবে। আবেদনের আগে প্রতিবারের মতো গুরুত্বপূর্ণ নথি হাতের সামনে রাখতে হবে। যাতে আবেদনের সময় কোনও সমস্যা না হয়। প্রয়োজনে কম্পিউটারে সব নথির ফটোকপি সেভ করে রাখতে হবে।
advertisement
বিশেষ চাহিদা সম্পন্ন মানুষজনকে আগে থেকেই নির্দিষ্ট নথি ও ফিজিক্যাল ফিটনেস সংক্রান্ত নথি অনুমোদন করিয়ে রাখতে হবে।
আবেদনের আগে অবশ্যই যোগ্য়তার মাপকাঠি, বয়স সীমা ও বাকি গুরুত্বপূর্ণ বিষয় দেখে নিতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IIT Recruitment 2021|| জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ, গ্র্যাজুয়েটরা কী ভাবে আবেদন করবেন? জানুন...
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement