IIIT Vadodara Recruitment 2021: ১৩টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করছে IIIT-ICD

Last Updated:

৩ বছরের জন্য এক্ষেত্রে চুক্তি করা হলেও তা আরও ২ বছরের জন্য শর্ত সাপেক্ষে বাড়ানো হতে পারে

IIIT Vadodara Recruitment 2021: ফ্যাকাল্টি, অফিসার, স্টাফ-সহ বেশ কয়েকটি পদে চুক্তির ভিত্তিতে নিয়োগ করতে চলেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ভদোদরা, ইন্টারন্যাশনাল ক্যাম্পাস দিউ (IIIT-ICD)। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ৩ বছরের জন্য এক্ষেত্রে চুক্তি করা হলেও তা আরও ২ বছরের জন্য শর্ত সাপেক্ষে বাড়ানো হতে পারে।
IIIT-ICD-র নিয়োগের শূন্যপদের বিবরণ-
মোট ১৩ টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করবে IIIT-ICD। যার মধ্যে -
১) ৮টি শূন্যপদ রয়েছে অ্যাসিসট্যান্ট প্রফেসর গ্রেড - II পদে
advertisement
২) চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে রয়েছে ১টি শূন্যপদ
৩) জুনিয়র টেকনিক্যাল সুপারিনটেনডেন্টে রয়েছে ১টি শূন্যপদ
৪) সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর পদে রয়েছে ১টি শূন্যপদ
৫) জুনিয়র সুপারিনটেনডেন্টে রয়েছে ১টি শূন্যপদ
advertisement
৬) অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিসট্যান্ট পদে রয়েছে ১টি শূন্যপদ
IIIT-ICD-র নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ-
শূন্যপদে আবেদনের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। ইমেলের মাধ্যমে আবেদন পত্র পাঠানো যাচ্ছে। আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ ১৬ অগস্ট, ২০২১। আবেদন পত্রের হার্ড কপি দফতরে পাঠানোর জন্য বাড়তি আরও ৭ দিন সময় দেওয়া হয়েছে।
IIIT-ICD-র নিয়োগে শূন্যপদে আবেদন প্রক্রিয়া-
ইচ্ছুক প্রার্থীদের আবেদন পত্র-সহ নথির স্বপ্রত্যয়িত নকল রেজিস্টার্ড পোস্ট বা স্পিড পোস্টের মাধ্যমে The Nodal Officer, IIITV-ICD cell, Indian Institute of Information Technology Vadodara, Block No 9, c/o Government Engineering College Campus, Sector 28 Gandhinagar Gujarat 382 028- এই ঠিকানায় পাঠাতে হবে।
advertisement
আবেদন পত্রের আরেকটি কপি recruitment@diu.iitvadadora.ac.in-এ মেইল করে পাঠানো যেতে পারে।
IIIT-ICD-র নিয়োগে শূন্যপদে আবেদনের ফি-
SC/ST/PwDs প্রার্থীদের আবেদনের জন্য দিতে হবে ২৯৫ টাকা। বাকিদের ফি বাবদ দিতে হবে ৫৯০ টাকা।
মহিলা আবেদনকারী এবং IIIT-Vadodara-র ফ্যাকাল্টিদের আবেদনের জন্য কোনও ফি দিতে হবে না।
আবেদনের ফি ডিমান্ড ড্রাফ্ট বা NEFT-র মাধ্যমে দেওয়া যেতে পারে।
advertisement
আরও তথ্যের জন্য ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি ভদোদরা, ইন্টারন্যাশনাল ক্যাম্পাস দিউ -এর অফিসিয়াল ওয়েবসাইট http://diu.iiitvadodara.ac.in/-এ দেওয়া নোটিফিকেশন দেখে নেওয়া যেতে পারে।
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
IIIT Vadodara Recruitment 2021: ১৩টি পদে চুক্তিভিত্তিক নিয়োগ করছে IIIT-ICD
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement