#পানাজি: পুরুষ কনস্টেবল, চালক পদে নিয়োগ করবে ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ, গোয়া। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। যা থেকে জানা গিয়েছে, আবেদন প্রক্রিয়া শুরু গিয়েছে ইতিমধ্যেই। আবেদন করা যাবে আগামী মাস পর্যন্ত।
গোয়া পুলিশে নিয়োগে শূন্যপদের বিবরণ
পুরুষ কনস্টেবল, চালক পদে মোট ৫৫ টি শূন্যপদ রয়েছে। যার মধ্য -
১. ২৬টি শূন্যপদ রয়েছে অসংরক্ষিত ক্যাটাগরির মানুষজনের জন্য
২. ৮টি শূন্যপদ রয়েছে সিডিউল ট্রাইব বা ST-দের জন্য
৩. ১৯টি শূন্যপদ রয়েছে অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণির মানুষজনের জন্য
৪. ২টি শূন্যপদ রয়েছে EWS ক্যাটাগরির মানুষজনের জন্য
৫. ৫৫টির মধ্যে ৩টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে এক্স-সার্ভিসম্যানদের জন্য ও ৫টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে খেলার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য।
গোয়া পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তারিখ
আবেদন প্রক্রিয়া শুরু গিয়েছে ইতিমধ্যেই। আবেদন করা যাবে ২১ অক্টোবর, ২০২১।
গোয়া পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের বয়সসীমা
আবেদনের জন্য প্রার্থীর বয়স ন্যূনতম ১৮ হতে হবে এবং সর্বোচ্চ ২৫। এক্ষেত্রে হোম গার্ডদের ছাড় দেওয়া হয়েছে। এই পদে আবেদনকারী ইচ্ছুক প্রার্থীদের ১৮ থেকে ৩০-এর মধ্যে বয়স হতে হবে।
গোয়া পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের ফি
জেনেরাল ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য ২০০ টাকা করে দিতে হবে। SC/ST/OBC/Ex-Serviceman ও EWS ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য ফি বাবদ ১০০ টাকা করে দিতে হবে।
গোয়া পুলিশে নিয়োগে শূন্যপদে আবেদনের গুরুত্বপূর্ণ তথ্য
আবেদনকারীরা ফি-সহ আবেদন পত্র পুলিশ হেড কোয়ার্টার, পানাজি- গোয়া, মাপুসা পুলিশ স্টেশন, বিচোলিম পুলিশ স্টেশন, পোণ্ডা পুলিশ স্টেশন, কারকোরেম পুলিশ স্টেশন, মারগাও টাউন পুলিশ স্টেশন ও ভাসকো পুলিশ স্টেশনে পাঠাতে পারেন।
গোয়া পুলিশে কনস্টেবল পুরুষ, চালক পদে বেতন কাঠামো
পে ম্যাট্রিক্স লেভেল ২ অনুযায়ী, বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য
সংস্থা - ডিরেক্টর জেনেরাল অফ পুলিশ, গোয়া
পদ - পুরুষ কনস্টেবল, চালক
পদের সংখ্যা - ৫৫
কাজের ধরন - সরকারি
বেতন - পে ম্যাট্রিক্স লেভেল ২ অনুযায়ী, বেতন ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা
আবেদন শুরু - চলছে
আবেদন শেষ - ২১ অক্টোবর, ২০২১
আবেদনের ফি - জেনেরাল ক্যাটাগরির জন্য ২০০ টাকা। SC/ST/OBC/Ex-Serviceman ও EWS ক্যাটাগরির জন্য ফি বাবদ ১০০ টাকা
বয়সসীমা - বয়স হতে হবে ১৮ থেকে ২৫-এর মধ্যে। হোম গার্ডদের ক্ষেত্রে ১৮ থেকে ৩০-এর মধ্যে বয়স হতে হবে
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।