GAIL Recruitment 2021: গ্র্যাজুয়েটদের জন্য কাজের সুবর্ণ সুযোগ, নিয়োগ চলছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে!
- Published by:Pooja Basu
Last Updated:
আবেদনকারীকে জিএআইএল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
#GAIL Recruitment 2021: জিএআইএল ইন্ডিয়া লিমিটেডে (GAIL India Limited) নিয়োগ প্রক্রিয়া চলছে। স্নাতক (Graduate), ইঞ্জিনিয়ার (Engineer), সিএ (CA) ডিগ্রিধারী প্রার্থীরা আবেদন করতে পারবে। নেওয়া হবে ম্যানেজার (Manager), সিনিয়র ইঞ্জিনিয়ার (Senior Engineer), সিনিয়র অফিসার (Senior Officer) এবং অফিসার (Officer)। ২০০-এর বেশি শূন্যপদ পূরণের জন্য আবেদনের শেষ তারিখ ৫ অগস্ট করা হয়েছে। আবেদনকারীকে জিএআইএল ইন্ডিয়া লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিচে দেওয়া হল মোট শূন্যপদের বিবরণ-
জিএআইএল রিক্রুটমেন্ট ২০২১: শূন্যপদ
মার্কেটিং - কমোডিটি রিস্ক ম্যানেজমেন্ট (Marketing -Commodity Risk Management) বিভাগে ম্যানেজার পদের মোট শূন্যপদ ৪টি।
advertisement
মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএনজি অ্যান্ড শিপিং (Marketing International LNG and Shipping) বিভাগে ম্যানেজার পদে মোট শূন্যপদ ৬টি।
কেমিক্যাল (Chemical) বিভাগে সিনিয়র ইঞ্জিনিয়ার পদের মোট শূন্যপদ ৭টি।
মেকানিক্যাল (Mechanical) বিভাগে সিনিয়র ইঞ্জিনিয়ার পদের মোট শূন্যপদ ৫১টি।
advertisement
ইলেক্ট্রিক্যাল (Electrical) বিভাগে সিনিয়র ইঞ্জিনিয়ার পদের মোট শূন্যপদ ২৬টি।
ইনস্ট্রুমেনটেশন (Instrumentation) বিভাগে সিনিয়র ইঞ্জিনিয়ার পদের মোট শূন্যপদ ৩টি।
সিভিল (Civil) বিভাগে সিনিয়র ইঞ্জিনিয়ার পদের মোট শূন্যপদ ১৫টি।
জিএআইএলটিইএল টিসি/টিএম (GAILTEL TC/TM) বিভাগে সিনিয়র ইঞ্জিনিয়ার পদের মোট শূন্যপদ ১০টি।
বয়লার অপারেশন (Boiler Operation) বিভাগে সিনিয়র ইঞ্জিনিয়ার পদের মোট শূন্যপদ ৫টি।
এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং (Environmental Engineering) বিভাগে সিনিয়র ইঞ্জিনিয়ার পদের মোট শূন্যপদ ৫টি।
advertisement
ই অ্যান্ড পি (E&P) বিভাগে সিনিয়র অফিসার পদের মোট শূন্যপদ ৩টি।
এফ অ্যান্ড এস (F&S) বিভাগে সিনিয়র অফিসার পদের মোট শূন্যপদ ১০টি।
সি অ্যান্ড পি (C&P) বিভাগে সিনিয়র অফিসার পদের মোট শূন্যপদ ১০টি।
বিআইএস (BIS) বিভাগে সিনিয়র অফিসার পদের মোট শূন্যপদ ৯টি।
মার্কেটিং (Marketing) বিভাগে সিনিয়র অফিসার পদের মোট শূন্যপদ ৮টি।
advertisement
মানব সম্পদ (HR) বিভাগে সিনিয়র অফিসার পদের মোট শূন্যপদ ১৮টি।
কর্পোরেট কমিউনিকেশন (Corporate Communication) বিভাগে সিনিয়র অফিসার পদের মোট শূন্যপদ ২টি।
আইন (Law) বিভাগে সিনিয়র অফিসার পদের মোট শূন্যপদ ৪টি।
এফ অ্যান্ড এ (F&A) বিভাগে সিনিয়র অফিসার পদের মোট শূন্যপদ ৫টি।
ল্যাবরেটরি (Laboratory) বিভাগে অফিসার পদের মোট শূন্যপদ ১০টি।
সিকিউরিটি (Security) বিভাগে অফিসার পদের মোট শূন্যপদ ৫টি।
advertisement
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ (Official Language) বিভাগে অফিসার পদের মোট শূন্যপদ ৪টি।
view commentsLocation :
First Published :
July 08, 2021 12:31 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
GAIL Recruitment 2021: গ্র্যাজুয়েটদের জন্য কাজের সুবর্ণ সুযোগ, নিয়োগ চলছে গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডে!