Indian Coast Guard Recruitment 2021: অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে চলছে নিয়োগ, জানুন বিশদে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
মূলত দু'টি বিভাগে শূন্যপদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেগুলি হল জেনারেল ডিউটি এবং প্রযুক্তিগত বিভাগে।
#নয়াদিল্লি: অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট (Assistant Commandant) পদে নিয়োগ করবে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী (Indian Coast Guard)। পুরো বিষয়টি জানিয়ে তারা নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রকাশ করেছে। বিস্তারিত জানা যাবে এই লিঙ্ক মারফত- joinindiancoastguard.gov.in.
ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর বিভিন্ন পদে নিয়োগের জন্য গুরুত্বপূর্ণ দিনগুলি একনজরে দেখে নেওয়া যাক-
১) আবেদন প্রক্রিয়া শুরুর দিন ৪ জুলাই ২০২১
advertisement
২) আবেদন করার শেষ দিন ১৪ জুলাই ২০২১
৩) অ্যাডমিট কার্ড দেওয়া শুরুর দিন ২০ জুলাই ২০২১
ভারতীয় উপকূল রক্ষী বাহিনীর বিভিন্ন শূন্যপদ সম্পর্কে বিস্তারিত তথ্য-
ভারতীয় উপকূল রক্ষী বাহিনী জেনারেল ডিউটির (General Duty) জন্য ৪০টি শূন্যপদ রয়েছে। এবং প্রযুক্তিগত বিভাগে, ইঞ্জিয়ারিং/ ইলেকট্রিক্যাল (Technical (Engg/ Elect) ক্ষেত্রে ১০টি শূন্যপদ রয়েছে।
advertisement
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিভিন্ন পদে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা কী কী?
মূলত দু'টি বিভাগে শূন্যপদের বিজ্ঞাপন দেওয়া হয়েছে। সেগুলি হল জেনারেল ডিউটি এবং প্রযুক্তিগত বিভাগে। জেনারেল ডিউটির জন্য আবেদনকারীকে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। এর পাশাপাশি উত্তীর্ণ প্রার্থীদের কমপক্ষে ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। অন্য দিকে প্রযুক্তিগত বিভাগে যাঁরা আবেদন করতে চান তাঁদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা বাধ্যতামূলক। এবং তাঁদেরকেও গড়ে ৬০ শতাংশ নম্বর পেতে হবে।
advertisement
বয়সসীমা-
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর বিভিন্ন পদে নিয়োগের জন্য যে বিজ্ঞাপন বেরিয়েছে তাতে আবেদনকারীদের বয়সসীমা ধার্য করা হয়েছে ২০ থেকে ২৪ বছর। অর্থাৎ সর্বনিম্ন ২০ বছর বয়সীরা এবং সর্বোচ্চ ২৪ বছর বয়সীরা ওই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।
ওই পদগুলির জন্য কী ভাবে নিয়োগ হবে?
যে শূন্যপদগুলি বেরিয়েছে তার জন্য দু'টি ধাপে নিয়োগ করবে উপকূল রক্ষী বাহিনী। প্রথম ধাপটি হল পরীক্ষা বা প্রিলিম পরীক্ষা এবং দ্বিতীয় ধাপ হল ফাইনাল সিলেকশন।
advertisement
প্রিলিমারি সেকশনে কী কী বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে-
যে বিষয়ের উপর পরীক্ষা নেওয়া হবে সেগুলি হল প্রথমত মেন্টাল অ্যাবিলিটি অথবা কগনিটিভ অ্যাপটিটিউট; দ্বিতীয়ত পিকচার পারসেপশন এবং ডিসিশন টেস্ট।
ফাইনাল টেস্টে কী হবে?
প্রিলিম টেস্টের নম্বরের ভিত্তিতে একটি তালিকা তৈরি হবে এবং সেখানে উত্তীর্ণদের মেডিক্যাল টেস্ট করা হবে। এবং সেই ফাইনাল টেস্টে যাঁরা উত্তীর্ণ হবেন তাঁদের নিয়োগপত্র দেওয়া হবে।
advertisement
Keywords: Indian Coast Guard Recruitment 2021, Assistant Commandant
Original Story Link: https://zeenews.india.com/jobs-career/indian-coast-guard-recruitment-2021-apply-for-assistant-commandant-posts-details-here-2372177.html
Written By: Abhishek Biswas
Location :
First Published :
June 29, 2021 11:36 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Coast Guard Recruitment 2021: অ্যাসিস্ট্যান্ট কমান্ডান্ট পদে চলছে নিয়োগ, জানুন বিশদে!