প্রচুর ক্লার্ক পদে ব্যাঙ্কে নিয়োগ, আবেদনের বিষয়ে জানুন বিস্তারিত

Last Updated:

মূলত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগ করে থাকে IBPS

#IBPS Clerk Recruitment 2021: ক্লার্ক পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন প্রকাশ করেছে আইবিপিএস। নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। যে ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন সেটি হল- ibps.in । আবেদন করার শেষ তারিখ ১১ অগস্ট ২০২১। মূলত বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ক্লার্ক পদে নিয়োগ করে থাকে IBPS।
IBPS ক্লার্ক ২০২১: বয়সসীমা
আবেদনকারীদের বয়সসীমা ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। আইবিপিএস-এর তরফে জানানো হয়েছে, যাঁরা আবেদন করবেন তাঁদের জন্ম ২ জুলাই ১৯৯৩-এর আগে হলে চলবে না। এবং ১ জুলাই ২০০১-এর পরে হলে চলবে না।
advertisement
IBPS ক্লার্ক ২০২১: যোগ্যতা
যাঁরা আবেদন করবেন তাঁদের স্নাতক স্তরের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটারে কাজ করার দক্ষতা থাকতে হবে। যাঁরা আবেদন করবেন তাঁদের অবশ্যই কম্পিউটার অপারেশন অথবা ল্যাঙ্গুয়েজ সম্পর্কে ধারণা থাকা দরকার। পাশাপাশি হাইস্কুল অথবা কলেজে তথ্য প্রযুক্তি (IT) বিষয় থাকলেও চলবে।
advertisement
IBPS ক্লার্ক ২০২১: গুরুত্বপূর্ণ দিন-
আবেদনপত্র গ্রহণ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। ১ অগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। ক্লার্ক পদের জন্য প্রিলিমস পরীক্ষা নেওয়া হবে ২৮ এবং ২৯ অগস্ট ২০২১। এবং ৪ সেপ্টেম্বর ২০২১। এবং মেন পরীক্ষা নেওয়া হবে ৩১ অক্টোবর ২০২১।
IBPS ক্লার্ক ২০২১: প্রি একজাম ট্রেনিং
advertisement
যে সব ব্যাঙ্কগুলি IBPS-এর মাধ্যমে নিয়োগ করে তাদের যৌথ উদ্যোগে পরীক্ষা প্রস্তুতির জন্য ট্রেনিং করানো হতে পারে। তবে তার জন্য মূলত সুবিধা পাবেন তফসিলি জাতি, তফসিলি উপজাতি, সংখ্যালঘু সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী প্রমুখরা।
তবে জানানো হয়েছে কোভিড পরিস্থিতি চলাকালীন কোনও প্রি-একজামিনেশন ট্রেনিং হবে না।
কী ভাবে আবেদন করবেন?
প্রথমে IBPS এর নির্দিষ্ট সাইটে যেতে হবে। সাইটটি হল- ibps.in
advertisement
তার পর সেখান থেকে নিউ রেজিস্ট্রেশন সেকশনে ক্লিক করবেন। খুলে যাবে একটি নতুন উইন্ডো।
সেখানে ফোন নম্বর, মেল আইডি সহ বেশ কিছু ব্যক্তিগত তথ্য সাবমিট করতে হবে।
তার পর তৈরি হবে একটি রেজিস্ট্রেশন নম্বর। সেই নম্বরের ভিত্তিতে ফের লগ ইন করতে হবে এবং শূন্যপদের জন্য আবেদন করতে হবে।
আবেদনের শেষে আবেদনপত্রের একটি কপি প্রিন্ট করে নেবেন। পরবর্তীতে তা কোনও কারণে কাজে লাগতে পারে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
প্রচুর ক্লার্ক পদে ব্যাঙ্কে নিয়োগ, আবেদনের বিষয়ে জানুন বিস্তারিত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement