#শ্রীনগর: ৩২৯টি পদে নিয়োগ করতে চলেছে জম্মু ও কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ড (JKSSB)। জানা গিয়েছে, মেষ ও পশু পালন বিভাগ এবং মংস্য দফতরে নিয়োগ হতে চলেছে।
জম্মু ও কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের নিয়োগের শূন্যপদের বিবরণ-
জম্মু ও কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের তরফে প্রকাশিত বিজ্ঞাপন থেকে জানা যাচ্ছে, মেষ ও পশু পালন দতর এবং মংস্য দতর মিলিয়ে আপাতত ৩২৯টি শূন্যপদে নিয়োগ করবে তারা।
জম্মু ও কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের নিয়োগের গুরুত্বপূর্ণ তারিখ-
৩২৯টি পদের জন্য আপাতত আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে। আগামী ৪ অগস্ট থেকে আবেদন করা যাবে। চলবে ৬ সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত।
জম্মু ও কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের নিয়োগে আবেদনের ফি-
আবেদন করার জন্য ৩৫০ টাকা করে ফি লাগবে।
জম্মু ও কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের শূন্যপদে নিয়োগের বয়সসীমা-
সরকারি চাকরি বা চুক্তিভিত্তিক চাকরির ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদন করতে পারে। এক্ষেত্রে SC/ST, RBA, ALC/IB, EWS, ফরি ভাষাভাষির মানুষ ও অন্যান্য জনজাতির প্রার্থীদের জন্য আবেদনের বয়সসীমা ৪৩।
এছাড়াও দিব্যাঙ্গদের ক্ষেত্রে এই বয়সসীমা ৪২ এবং এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে ৪৮।
জম্মু ও কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের শূন্যপদে নিয়োগে আবেদনের যোগ্যতা-
১. জুনিয়র, সহকারী পদে আবেদনের জন্য একজনকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে এবং কমপক্ষে মিনিটে ৩৫টি ওয়ার্ড টাইপিং করতে জানতে হবে।
২. ভেটেরিনারি ফার্মাসিস্ট পদের জন্য মাধ্যমিক স্তরে সায়েন্স থাকা বাধ্যতামূলক।
৩. ইলেক্ট্রিসিয়ান পদের জন্য ইলেক্ট্রিক ট্রেডে ITI থেকে প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে।
৪. জুনিয়র স্টেনোগ্রাফার পদের জন্য একজনকে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হতে হবে এবং কমপক্ষে মিনিটে ৩৫ ওয়ার্ড টাইপিং ও ৬৫ ওয়ার্ড শর্টহ্যান্ডে দক্ষ হতে হবে।
৫. জুনিয়র লাইব্রেরিয়ান পদে আবেদনের জন্য B.Lib সার্টিফিকেট থাকতে হবে।
৬. জুনিয়র গ্রেডার পদের জন্য মাধ্যমিকে সায়েন্স থাকতে হবে।
৭. রাখ ওভারসিশিয়ারের জন্য আবেদনকারীর উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স থাকতে হবে।
৮. PBX অপারেটর পদের জন্য মাধ্যমিক ও উচ্চ মাধ্য়মিক পাশ করা প্রার্থীদের কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইনে প্রশিক্ষণ নিতে হবে এবং সেই সার্টিফিকেট লাগবে।
৯. ইন্সপেক্টর ফিশারি বা ফার্ম ম্যানেজারের পদে আবেদনের জন্য M.Sc ফিশারি ম্যানেজমেন্ট, M.F.Sc বা M.Sc জুলজি বা ইথিওলজি থাকতে হবে।
১০. ডেপুটি ইন্সপেক্টর অফ ফিশারিতে আবেদনের জন্য B.F.Sc বা B.Sc মেডিক্যাল (জুলজি) অথবা ইন্ডাস্ট্রিয়াল ফিশারি ও ফিশারিতে Bsc পাশ করা হতে হবে।
জম্মু ও কাশ্মীর সার্ভিস সিলেকশন বোর্ডের শূন্যপদে নিয়োগে আবেদনের প্রক্রিয়া-
JKSSb-র অফিসিয়াল ওয়েবসাইট https://jkssb.nic.in/-এ আবেদন করা যাবে।
যাঁরা আগে থেকে রেজিস্টার করেননি, তাঁদের রেজিস্ট্রেশন করতে হবে ক্যান্ডিডেট রেজিস্টার লিঙ্কে গিয়ে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।