NIT Warangal Recruitment 2021: NIT-তে প্রচুর পদে নন-টিচিং কর্মী নিয়োগ; বিস্তারিত জানুন!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
NIT ওয়ারঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।
#নয়াদিল্লি: NIT-তে বিভিন্ন নন-টিচিং পদে নিয়োগ করা হবে। সম্প্রতি তেলেঙ্গনার ওয়ারঙ্গলে অবস্থিত NIT সূত্রে এক বিজ্ঞপ্তি জারি করে একথা জানানো হয়েছে। যোগ্য এবং ইচ্ছুক প্রার্থীরা শীঘ্রই আবেদনপত্র জমা দিতে পারেন। NIT ওয়ারঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা এই বিষয়ে বিশদে খোঁজ নিতে পারেন।
আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখ
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৩ অগাস্ট, ২০২১ তারিখ থেকে। প্রার্থীদের আবেদনপত্র জমা দেওয়ার শেষ দিন ২৩ সেপ্টেম্বর, ২০২১। প্রার্থীদের আবেদনপত্র জমা দিতে হবে অনলাইনে।
আবেদন সংক্রান্ত ঘোষণা
প্রার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে, যদি কোনও প্রার্থী একের বেশি পদে আবেদন করতে ইচ্ছুক হন তবে তাঁদের প্রতিটি পদের জন্য আলাদা ভাবে আবেদন করতে হবে। সেক্ষেত্রে প্রতিটি পদের আবেদন ফি-ও আলাদা ভাবে জমা করাতে হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে মোট পদের সংখ্যা ১২৯টি রয়েছে বলে জানানো হয়েছে।
শূন্যপদের বিস্তারিত বিবরণ
সিনিয়র মেডিক্যাল অফিসার: ১টি পদ
অ্যাসিসট্যান্ট রেজিস্ট্রার: ৬টি পদ
অ্যাসিসট্যান্ট ইঞ্জিনিয়ার: ২টি পদ
সুপারিনটেনডেন্ট: ৮টি পদ
টেকনিক্যাল অ্যাসিসট্যান্ট: ২৭টি পদ
জুনিয়র ইঞ্জিনিয়ার: ৮টি পদ
SAS অ্যাসিসট্যান্ট: ৩টি পদ
লাইব্রেরি এবং ইনফরমেশন অ্যাসিসট্যান্ট: ২টি পদ
সিনিয়র টেকনিশিয়ান: ১৯টি পদ
advertisement
টেকনিশিয়ান: ৩৪টি পদ
জুনিয়র অ্যাসিসট্যান্ট: ১৯টি পদ
নিয়োগ পদ্ধতি
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, প্রার্থীদের বিভিন্ন পদে নিয়োগের জন্য আলাদা নিয়োগ পদ্ধতি গ্রহণ করা হবে। তবে প্রাথমিক ভাবে প্রত্যেক প্রার্থীকে লিখিত পরীক্ষার মাধ্যমে শর্ট লিস্টেড করা হবে। এর পর বিভিন্ন পদ অনুযায়ী ইন্টারভিউ বা স্কিল টেস্টের ওপর ভিত্তি করে প্রার্থীদের নিয়োগ করা হবে।
advertisement
প্রার্থীদের আবেদনের পূর্বে নোটিফিকেশনটি ভালো ভাবে পড়ে নিয়ে তার পর আবেদন করতে হবে। ভবিষ্যতের সুবিধার্ধে প্রার্থীরা আবেদনপত্রের এক কপি প্রিন্ট করিয়ে নিতে পারেন।
view commentsLocation :
First Published :
August 18, 2021 11:32 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
NIT Warangal Recruitment 2021: NIT-তে প্রচুর পদে নন-টিচিং কর্মী নিয়োগ; বিস্তারিত জানুন!