Punjab Police SI Recruitment 2021: প্রচুর নিয়োগ পুলিশে, আবেদন করুন আজই!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
পঞ্জাব পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও সম্পূর্ণ নোটিফিকেশন দেখতে পারবেন আবেদনকারীরা।
#কলকাতা: বেশ কয়েকটি পদে নিয়োগ করবে পঞ্জাব পুলিশ (Punjab Police)। ইতিমধ্যে সেই পদগুলির শূন্যপদের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। ওই পদগুলির জন্য যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। শূন্যপদের বিষয়ে পঞ্জাব পুলিশের ডি জি পি (DGP)-র Twitter থেকেও ট্যুইট করে জানানো হয়েছে। আবেদনকারীরা ওই Twitter হ্যান্ডেলে গিয়ে পুরো বিষযটি জানতে পারেন। অথবা পঞ্জাব পুলিশের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েও সম্পূর্ণ নোটিফিকেশন দেখতে পারবেন আবেদনকারীরা। এবং নোটিফিকেশন দেখার পর রেজিস্টার করে শূন্যপদের জন্য আবেদন করতে পারেন।
চলতি মাসের ৫ তারিখ পঞ্জাব পুলিশের এস আই (SI) পদের জন্য আবেদন জমা নেওয়া হচ্ছে।একটি কম্পিউটার বেসড টেস্ট (CBT) দিতে হবে আবেদনকারী যোগ্য প্রার্থীদের। এর পর ফিজিক্যাল স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। তাতে উত্তীর্ণ হলে শারীরিক সক্ষমতা বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) নেওয়া হবে। সবশেষে তথ্য যাচাই বা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে। সবগুলিতে সফল হলে তবেই চাকরির নিয়োগপত্র হাতে পাবেন উত্তীর্ণরা।
advertisement
কত নম্বরের পরীক্ষা নেওয়া হবে?
যাঁরা আবেদন করবেন তাঁদের মোট ৪০০ নম্বরের পরীক্ষা দিতে হবে। তার জন্য মোট বরাদ্দ সময় ১২০ মিনিট। ওই সময়ের মধ্যে কম্পিউটারের মাধ্যমে পরীক্ষা দিতে হবে।
advertisement
কোথায় কটি শূন্যপদ রয়েছে?
৫৬০টি শূন্যপদ মোট ৪টি ক্যাডারে নিয়োগ করা হবে। যে যে ক্যাডারে নিয়োগ করা হবে সেগুলি হল-
১) তদন্ত বা ইনভেস্টিগেশন (Investigation) ক্যাডারে ২৮৯টি শূন্যপদ রয়েছে
advertisement
২) আর্মড (Armed) ক্যাডারে ৯৭টি শূন্যপদ রয়েছে।
৩) জেলা পুলিশের (District Police) ক্ষেত্রে নিয়োগ করা হবে ৮৭ জনকে
৪) ইনটেলিজেন্সে (Intelligence) নিয়োগ করা হবে ৮৭ জনকে।
কবে পরীক্ষা নেওয়া হবে?
১৭ অগস্ট থেকে ৩১ অগস্টের মধ্যে পরীক্ষা নেওয়া হবে। তবে কোন কোন দিনে পরীক্ষা হবে তা এখনও নির্দিষ্ট করে জানানো হয়নি।
advertisement
বয়সসীমা-
যাঁরা ওই পদগুলির জন্য আবেদন করবেন তাঁদের বয়সসীমা ১ জানুয়ারি ২০২১ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। তবে তফসিলি জাতি ও উপজাতির জন্য বয়সের উর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হয়েছে। এবং প্রাক্তন সমরকর্মীদের ক্ষেত্রে ছাড়ের উর্ধ্বসীমা ৩ বছর।
শিক্ষাগত যোগ্যতা-
ওই পদগুলিতে আবেদনের জন্য আবেদনকারীকে নূন্যতম কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে।
advertisement
আবেদনকারীদের অনুরোধ করা হচ্ছে ওই পদগুলিতে আবেদনের জন্য পঞ্জাব পুলিশের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে ভালো করে নোটিফিকেশন পড়ে তার পর আবেদন করার জন্য।
view commentsLocation :
First Published :
July 07, 2021 11:06 AM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Punjab Police SI Recruitment 2021: প্রচুর নিয়োগ পুলিশে, আবেদন করুন আজই!