JEE Advanced 2023 Admit Card: প্রকাশিত JEE Advanced 2023 অ্যাডমিট কার্ড, কীভাবে ডাউনলোড করবেন জানুন

Last Updated:

IIT JEE Advanced 2023 Admit Card: আইআইটি গুয়াহাটি জেইই অ্যাডভান্সড (JEE Advanced) পরীক্ষা অ্যাডমিট কার্ড প্রকাশ করল। অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটি পাওয়া যাবে।

প্রকাশিত JEE Advanced 2023 অ্যাডমিট কার্ড
প্রকাশিত JEE Advanced 2023 অ্যাডমিট কার্ড
আইআইটি গুয়াহাটি জেইই অ্যাডভান্সড (JEE Advanced) পরীক্ষা অ্যাডমিট কার্ড প্রকাশ করল। অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in-এ অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্কটি পাওয়া যাবে। এছাড়াও, প্রবেশপত্রের সরাসরি লিঙ্ক নীচে দেওয়া হচ্ছে।
এই বছর, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি) গুয়াহাটি ৪ জুন আইআইটি প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করতে যাচ্ছে। জেইই অ্যাডভান্সড ২০২৩ দুটি শিফট এবং পেপারে বিভক্ত করা হয়েছে। প্রথম পেপার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত এবং দ্বিতীয় পেপার দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। জেইই মেইন ২০২৩-এ ২,৫০,০০০-এর নীচে র‍্যাঙ্ক অর্জনকারী প্রার্থীদের জেইই অ্যাডভান্সডের পরীক্ষা দিতে পারবে।
advertisement
advertisement
জেইই অ্যাডভান্সড ২০২৩ অ্যাডমিট কার্ড: কীভাবে ডাউনলোড করবেন
স্টেপ ১- অনলাইন পোর্টাল, jeeadv.ac.in দেখতে হবে।
স্টেপ ২- হোমপেজে, ‘জেইই অ্যাডভান্সড ২০২৩ অ্যাডমিট কার্ড’ ডাউনলোড করার লিঙ্কটি ক্লিক করত্ হবে।
স্টেপ ৩- লিঙ্কটিতে ক্লিক করুন এবং লগইন পৃষ্ঠায় দেখা যাবে।
স্টেপ ৪- লগইনের সব তথ‍্য দিতে হবে।
স্টেপ ৫- জেইই অ্যাডভান্সড অ্যাডমিট কার্ড তারপর আপনার স্ক্রিনে প্রদর্শিত হবে।
advertisement
স্টেপ ৬- নিজের নাম, রোল নম্বর, পরীক্ষার তারিখ, সময়, স্থান এবং অন্যান্য বিবরণগুলি প্রবেশপত্রে সঠিকভাবে উল্লেখ করা আছে কিনা তা নিশ্চিত করতে হবে।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
JEE Advanced 2023 Admit Card: প্রকাশিত JEE Advanced 2023 অ্যাডমিট কার্ড, কীভাবে ডাউনলোড করবেন জানুন
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement