Jadavpur University VC: যাদবপুরের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ রাজ্যপালের! 'নৈরাজ্যের অবসান ঘটাতেই...' : ব্রাত্য বসু
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
Jadavpur University VC: যাদবপুরের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজই উপাচার্যর পদত্যাগ কার্যকরী করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল।
কলকাতা: যাদবপুরের উপাচার্যকে পদত্যাগের নির্দেশ দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজই উপাচার্যর পদত্যাগ কার্যকরী করার নির্দেশ দিয়েছেন রাজ্যপাল। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়ায় বলেন, “আমার এই বিষয় নিয়ে কিছু বলার নেই.. উনি তো নিয়োগ করছেন। তাছাড়া উনি তো উপাচার্যের সব সুযোগ সুবিধা নিচ্ছেন না।”
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে পদত্যাগ করানোর এই নির্দেশ নিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আরও বলেন, “এই সব নৈরাজ্যের অবসান ঘটাতেই তো আমরা এই বিল পাশ করিয়েছি।
advertisement
প্রসঙ্গত, যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে অমিতাভ দত্তকে একমাস আগেই নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। যদিও তিনি উপাচার্য হিসেবে দায়িত্ব নেবার পর এই পদের সব সুযোগ সুবিধা নিচ্ছিলেন না। দীর্ঘদিন যাদবপুর বিশ্ববিদ্যালয় উপাচার্যের পদটি ফাঁকা ছিল। অধ্যাপক অমিতাভ দত্তকে ওই পদে নিয়োগ করেন রাজ্যপাল তথা আচার্য।
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Aug 04, 2023 5:23 PM IST







