Jadavpur University: ৪৮ ঘণ্টা সময়, বন্ধ হয়ে যাচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল! জারি নির্দেশ, কেন এমন নির্দেশ দেওয়া হল জানেন?
- Reported by:ARNAB HAZRA
- news18 bangla
- Published by:Raima Chakraborty
Last Updated:
Jadavpur University: ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করে দিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল। একটা ঘর যাতে খোলা না থাকে তা নিশ্চিত করবে যাদবপুর থানার পুলিশকে। বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের।
কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল শুক্রবার থেকেই বন্ধ করে দিতে হবে। যাদবপুর থানার পুলিশ খতিয়ে দেখবে যাতে কোনও হস্টেলে তালা খোলা না থাকে। ৪৮ ঘণ্টার মধ্যে বন্ধ করে দিতে হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সব হস্টেল। একটা ঘর যাতে খোলা না থাকে তা নিশ্চিত করবে যাদবপুর থানার পুলিশকে। শুক্রবার বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের।
এই সময়ে পুজোর ছুটি। তাই যাতে কোনও বহিরাগত ক্যাম্পাসে ঢুকতে না পারে সেটা নিশ্চিত করতে কর্তৃপক্ষ পুলিশের সাহায্য নিতে পারবে। পুজোর ছুটি মিটলে তারপরে ফের তালা খুলতে পারবে সব হস্টেলের। ছুটি মিটলে রাজ্য সরকার ও বিশ্ববিদ্যালয়– দু’পক্ষের অফিসারেরা বসে নিরাপত্তা-সহ বিশ্ববিদ্যালয়ের যাবতীয় সমস্যা নিয়ে বৈঠক করবেন।
আরও পড়ুন: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, পুজোর আগেই কি জেলমুক্তি?
সিসিটিভি বসানো-সহ অন্যান্য বিষয়গুলিতেও ওই বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। তারপরেই আগামী শুনানিতে গোটা বিষয়কে নিয়ে রিপোর্ট দিতে হবে হাইকোর্টকে। নির্দেশ বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের।
advertisement
advertisement
আরও পড়ুন: ভারতে বেড়ানোর এত এত জায়গা, জানেন কোন রাজ্যে সবচেয়ে বেশি পর্যটক যায়? নামটা শুনলে চমকাবেন!
এদিন ডিভিশন বেঞ্চের সাফ নির্দেশ, পুজোর ছুটি পড়ে গিয়েছে। তাই আগামী ৪৮ ঘণ্টার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সকল হস্টেলে তালা ঝোলাতে হবে। কোনও ঘর খুলে রাখা যাবে না। তদারকি করবে যাদবপুর থানার পুলিশ। পুজো মিটলেই খুলে দিতে হবে হস্টেলগুলি। এমনকি, সেই সময় রাজ্য ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিরাপত্তা-সহ যাবতীয় সমস্যা নিয়ে বসে আলোচনা করবেন।
advertisement
অর্ণব হাজরা
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
Sep 26, 2025 12:53 PM IST










