ISC ICSE 2025 Result: ISC ও ICSE-তে জেলার মুকুটে জোড়া সাফল্য! দেশের সেবা করতে চায় দুই কৃতী

Last Updated:

ISC ICSE 2025 Result: ISC ও ICSE-তে জেলার মুকুটে আসল জোড়া সাফল্য! সোদপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলের দুই ছাত্রের এমন ফলাফল যেন নজির গড়ল। মুখ্যমন্ত্রীর তরফ থেকেও তাঁদের জানানো হয়েছে শুভেচ্ছা।

+
কৃতি

কৃতি ছাত্র

উত্তর ২৪ পরগনা: ISC ও ICSE-তে জেলার মুকুটে আসল জোড়া সাফল্য! সোদপুরের সেন্ট জেভিয়ার্স স্কুলের দুই ছাত্রের এমন ফলাফল যেন নজির গড়ল। মুখ্যমন্ত্রীর তরফ থেকেও তাঁদের জানানো হয়েছে শুভেচ্ছা। স্কুলের ISC বিভাগে সম্ভাব্য প্রথম স্থানাধিকারী হয়েছেন কার্তিক দাস। তাঁর প্রাপ্ত নম্বর ৪০০ মধ্যে ৩৯৯। কোন রকম গৃহশিক্ষক ছাড়াই শুধুমাত্র স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সহায়তায় এই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন কার্তিক বলেই জানান। ভবিষ্যতে IIT-তে পড়াশোনা করে দেশের সেবা করার স্বপ্ন দেখছেন এই কৃতি পড়ুয়া।
আরও পড়ুনঃ দিঘা জগন্নাথ মন্দিরে দিলীপ, রুষ্ট শুভেন্দু-সুকান্ত! দিলীপের হয়ে সুর চড়াও কুনালের
অপরদিকে, ICSE বিভাগে সম্ভাব্য প্রথম হয়েছেন আদিত্য তিওয়ারি। তিনি পেয়েছেন ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর। আগে থেকেই ICSE-তে সেরা হওয়ার লক্ষ্য ছিল তাঁর, আর সেই লক্ষ্যেকে সামনে রেখেই নিয়মিত পরিশ্রম করে পৌঁছে গিয়েছেন এই সাফল্যের শিখরে।
advertisement
আরও পড়ুনঃ একদম সময় নেই হাতে! কালো হয়ে যাবে চারিদিক! ভারী বৃষ্টিতে কাঁপবে দক্ষিণের ৪ জেলা
আদিত্য তাঁর এমন অভাবনীয় ফলাফলের কৃতিত্ব দিয়েছেন বাবা-মা ও স্কুল শিক্ষক সহ বন্ধু-বান্ধবদেরও। ভবিষ্যতে UPSC পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেশের জন্য কাজ করতে চায় তিনি। সেন্ট জেভিয়ার্স স্কুলের এই সাফল্যে আজ গর্বিত স্কুলের শিক্ষক, শিক্ষিকা থেকে অভিভাবক মহল।
advertisement
advertisement
Rudra Narayan Roy
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
ISC ICSE 2025 Result: ISC ও ICSE-তে জেলার মুকুটে জোড়া সাফল্য! দেশের সেবা করতে চায় দুই কৃতী
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement