Indian Navy Recruitment 2022|| চমকে যাওয়া বেতন, ভারতীয় নৌবাহিনীতে কাজের সুযোগ! আজই আবেদন করুন

Last Updated:

Indian Navy Recruitment 2022: প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

#কলকাতা: সম্প্রতি ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে হেড কোয়ার্টার আন্দামান ও নিকোবর কমান্ডের বিভিন্ন ইউনিটে গ্রুপ 'সি' নন-গেজেটেড এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেডসম্যান পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে বলে জানানো হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ভারতীয় নৌবাহিনীর ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন শুরু হবে ৬ অগাস্ট থেকে। প্রার্থীদের আগামী ৬ সেপ্টেম্বর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের বিবরণ:
প্রতিষ্ঠানের তরফে মোট ১১২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থাভারতীয় নৌবাহিনী (Indian Navy)
পদের নামগ্রুপ 'সি' নন-গেজেটেড এবং ইন্ডাস্ট্রিয়াল ট্রেডসম্যান
শূন্যপদের সংখ্যা১১২
কাজের স্থানআন্দামান ও নিকোবর
কাজের ধরনবিশদ দেখুন
নির্বাচন পদ্ধতিবিশদ দেখুন
আবেদন শুরু০৬.০৮.২০২২
শিক্ষাগত যোগ্যতাবিশদ দেখুন
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ তারিখ০৬.০৯.২০২২
advertisement
বয়সসীমা:
প্রার্থীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের জন্য উর্ধ্বসীমায় শিথিলতা প্রদান করা হয়েছে।
প্রার্থীদের একটি স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে, এবং একটি স্বীকৃত ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট থেকে সংশ্লিষ্ট ট্রেডে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
advertisement
নির্বাচন পদ্ধতি:
সমস্ত যোগ্য ও শর্টলিস্টেড প্রার্থীদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষায় অবজেক্টিভ ধরনের প্রশ্নপত্র থাকবে। পোর্ট ব্লেয়ারে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার তারিখ, সময় এবং সঠিক স্থান প্রার্থীদের রেজিস্ট্রার করা মোবাইল নম্বর বা ইমেল আইডিতে জানানো হবে।
অস্থায়ীভাবে নির্বাচিত প্রার্থীদের লিখিত পরীক্ষায় মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে। এছাড়াও প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল টেস্ট ইত্যাদিও নেওয়া হবে।
advertisement
নির্বাচিত প্রার্থীদের আন্দামান ও নিকোবর কমান্ডের অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল বিভাগের অধীনস্থ ইউনিটগুলিতে নিয়োগ করা হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Indian Navy Recruitment 2022|| চমকে যাওয়া বেতন, ভারতীয় নৌবাহিনীতে কাজের সুযোগ! আজই আবেদন করুন
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement