ইঞ্জিনিয়ারিং-এর এই দুটি বিষয়ে B.Tech বা B.E. রয়েছে? খড়্গপুর IIT-তে গবেষণার বড় সুযোগ, এখনই জানুন
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ আইআইটি খড়গপুরে, এখনই আবেদন জানান।
পশ্চিম মেদিনীপুর: আপনার কি ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক অথবা বি.ই ডিগ্রি রয়েছে? তবে আপনার জন্য আই.আই.টি খড়গপুরে রয়েছে গবেষণা সংক্রান্ত কাজের সুযোগ। এখনই আবেদন জানান। গবেষণার ইচ্ছে থাকলেই বিশেষ এক প্রকল্পে কাজের জন্য আবেদন জানাতে পারবেন। ইতিমধ্যে আই.আই.টি খড়্গপুরের অফিসিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ। আপনার অভিজ্ঞতা থাকলে এখনই আবেদন করুন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ এক প্রকল্পে কাজের জন্যে জুনিয়র প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ করবে আইআইটি খড়গপুর। সেন্টার অফ এক্সিলেন্স ইন অ্যাফোর্ডেবল হেলথ্কেয়ারের ব্যবস্থায় বিশেষ প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। বিশেষ প্রকল্পে কাজের জন্য কর্মী নিয়োগ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মোটা অঙ্কের বেতন। গবেষণার ইচ্ছে থাকলে এখনই আবেদন জানান।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, INDIAN COUNCIL OF MEDICAL RESEARCH এর আর্থিক সহযোগিতায় Non-invasive Diagnosis of Anemia from Conjunctiva Image (NAO) এই প্রকল্পে কাজের জন্য একজন কর্মী নিয়োগ করা হবে। জানানো হয়েছে, অস্থায়ী ভিত্তিতে একজন কর্মী নিয়োগ করবে সংশ্লিষ্ট বিভাগ। কম্পিউটার ভিশন, ইমেজ প্রোসেসিং-সহ একাধিক বিষয়ে অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
advertisement
আরও পড়ুন: ঠিক ৬ দিনের অপেক্ষা…শুক্রের গোচরে কপাল খুলবে ৫ রাশির! টাকার বৃষ্টি, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে
এই প্রকল্পে নিযুক্ত ব্যক্তিকে, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রতিমাসে ৫৩১০০ টাকা সাম্মানিক দেওয়া হবে। আবেদন জানানোর শেষ তারিখ ১২ জুন ২০২৫। আবেদনের জন্য আবেদনকারীকে ১০০ টাকা আবেদন মূল্য দিয়ে আবেদন জানাতে হবে। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।
advertisement
রঞ্জন চন্দ
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
June 07, 2025 7:51 PM IST