IIT kharagpur: IIT-তে পড়ার স্বপ্ন? আইআইটি খড়্গপুরে বিনামূল‍্যে কোর্স করার দারুণ সুযোগ

Last Updated:

বিনামূল্যে অ্যাডভান্সড অ্যাকোয়াকালচার টেকনোলজি কোর্স করার সুযোগ

IIT-তে পড়ার স্বপ্ন? আইআইটি খড়্গপুরে বিনামূল‍্যে কোর্স করার দারুণ সুযোগ
IIT-তে পড়ার স্বপ্ন? আইআইটি খড়্গপুরে বিনামূল‍্যে কোর্স করার দারুণ সুযোগ
খড়্গপুর:  বিনামূল্যে কোর্স। মিলবে শংসাপত্রও। আইআইটি খড়গপুরে বিনামূল্যে অ্যাডভান্সড অ্যাকোয়াকালচার টেকনোলজি কোর্স করার সুযোগ ।শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া।অ্যাকোয়াকালচার (Aquaculture) নিয়ে পড়াশোনার ক্ষেত্রে ইদানিং আগ্রহ দেখাচ্ছেন পড়ুয়ারা। কৃষিবিজ্ঞান, মৎস্যবিজ্ঞান- প্রভৃতি বিষয়গুলি নিয়ে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে রয়েছে পড়াশোনার সুযোগ।
সম্প্রতি, আইআইটি খড়্গপুর (IIT Kharagpur)- এর পক্ষ থেকে অ্যাকোয়াকালচার সম্পর্কিত একটি অনলাইন কোর্সের বিষয়ে জানিয়েছেন প্রতিষ্ঠানের এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক গৌরব ধর ভৌমিক। পড়ুয়ারা বিনামূল্যে (পরীক্ষার ফিস বা এক্সাম ফি ১০০০টাকা নেওয়া হবে) এই কোর্সটি করার সুযোগ পাবেন। নাম নথিভুক্ত করার শেষ দিন ১৮ জুলাই (২০২৩)।
কোর্সটি সম্পর্কে আরও জানতে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর ‘স্বয়ম’ (Swayam) পোর্টালটি দেখে নিতে পারেন।এগ্রিকালচার অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং, অ্যাকোয়াকালচার, ফিশারিজ় ইঞ্জিনিয়ারিং কিংবা সায়েন্স বিভাগের স্নাতকোত্তীর্ণ এবং স্নাতকোত্তর পড়ুয়ারা পড়ার সুযোগ পাবেন।
advertisement
advertisement
শর্তাবলি: পড়ুয়াদের উচ্চ মাধ্যমিকে অঙ্ক, জীববিদ্যা, পদার্থবিদ্যা থাকা প্রয়োজন।
কোর্সের খুঁটিনাটি: অনলাইনে ক্লাস নেওয়া হবে।ক্লাস শুরু হবে ২৪ জুলাই, ২০২৩।এই কোর্সটি ১২ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ হবে।শেষ হবে ১৩ অক্টোবর, ২০২৩। ২৮ অক্টোবর, ২০২৩-এ পরীক্ষা নেওয়া হবে।আইআইটি খড়্গপুর সূত্রে জানা যায়, পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ন্যাশনাল প্রোগ্রাম অন টেকনোলজি এনহ্যান্সড লার্নিং-এর শংসাপত্র দেওয়া হবে। ন্যূনতম ৭৫ শতাংশ নম্বর পেলেই দেওয়া হবে শংসাপত্র।অনলাইনেই শংসাপত্র দেওয়া হবে।
advertisement
Ranjan Chanda
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT kharagpur: IIT-তে পড়ার স্বপ্ন? আইআইটি খড়্গপুরে বিনামূল‍্যে কোর্স করার দারুণ সুযোগ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement