IIT Kharagpur: পিএইচডি করার ইচ্ছে? IIT Kharagpur দিচ্ছে সুযোগ! সামনেই আবেদনের শেষ তারিখ! জানুন

Last Updated:

IIT Kharagpur: পিএইচডি করতে চান? দুই নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের তরফে করানো হবে এই বিশেষ কোর্স।জেনে নিন বিস্তারিত।

পিএইচডির সুযোগ
পিএইচডির সুযোগ
রঞ্জন চন্দ, পশ্চিম মেদিনীপুর: পিএইচডি করতে চান? দুই নামকরা শিক্ষা প্রতিষ্ঠানের তরফে করানো হবে এই বিশেষ কোর্স।যাদবপুরের ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স (আইএসিএস) এবং ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (আইআইটি), খড়্গপুর যৌথ ভাবে একটি বিশেষ প্রোগ্রামের আয়োজন করবে। এই মর্মে সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে উভয় প্রতিষ্ঠানের তরফে। ইতিমধ্যেই অনলাইন মাধ্যমে, ভর্তির জন্য আবেদন নেওয়া হবে। আপনার যদি জীববিদ্যার যে কোনও বিষয় কিংবা রসায়নবিদ্যা নিয়ে স্নাতক স্তরে ৫৫ শতাংশ নম্বর থাকে তবেই আবেদন জানাতে পারবেন। পিএইচডি করার স্বপ্ন থাকলে এখনই আবেদন জানান।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘জয়েন্ট এমএসসি-পিএইচডি’ নামক এই প্রোগ্রামে চলতি বছরের জন্য পড়ুয়াদের ভরতি প্রক্রিয়া শুরু হবে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই বিশেষ প্রোগ্রামের জন্য। জানা গিয়েছে, দুই শিক্ষা প্রতিষ্ঠানের তরফে কেমিক্যাল অ্যান্ড মলিকিউলার বায়োলজি বিষয়ের উপর এই জয়েন্ট এমএসসি-পিএইচডি প্রোগ্রামটি করানো হবে। পড়ুয়ারা উভয় প্রতিষ্ঠানেই পিএইচডি কোর্স ওয়ার্ক করার সুযোগ পাবেন। স্নাতকোত্তর বা এমএসসি-তে প্রতিষ্ঠান নির্ধারিত সিজিপিএ থাকলে পড়ুয়াদের সরাসরি পিএইচডি করার সুযোগ মিলবে। থাকবে ফেলোশিপের ব্যবস্থাও। শুধু তাই নয় দুটি প্রতিষ্ঠান থেকেও মিলবে থাকার জন্য হোস্টেলের ব্যবস্থা।
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রোগ্রামটিতে ভরতির জন্য পড়ুয়াদের দশম এবং দ্বাদশ শ্রেণির পরীক্ষায় ফার্স্ট ডিভিশন থাকতে হবে। এরপর জীবনবিজ্ঞানের যে কোনও শাখায় বা রসায়নে স্নাতক স্তরে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। শুধু তাই নয়, চলতি বছরের জয়েন্ট অ্যাডমিশন টেস্ট (জ্যাম)-এ বায়োটেকনোলজি বা কেমিস্ট্রিতে উত্তীর্ণ হতে হবে। সংরক্ষিত আবেদনকারী ও শিক্ষার্থীর জন্য আবেদনের আলাদা মাপকাঠি রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুন : ৫ ডালের পঞ্চবাণ! ভাতের পাশে ১ বাটি রাখলেই কমবে ওজন! কর্পূরের মতো উবে যাবে চর্বি! ছুটে পালাবে বদহজম
চলতি বছরে জ্যাম পরীক্ষায় বায়োটেকনোলজি বা রসায়ন বিষয়ে পড়ুয়াদের র‍্যাঙ্কের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রোগ্রামে ভরতির জন্য পড়ুয়াদের যোগ্যতা যাচাই করা হবে। আগ্রহীদের বিজ্ঞপ্তিতে উল্লিখিত লিঙ্কে গিয়ে সমস্ত নথি-সহ আবেদন জানাতে হবে।
advertisement
আবেদন প্রক্রিয়া আগামী ১২ মে থেকে শুরু হয়ে ৬ জুন পর্যন্ত চলবে। মেধাতালিকা প্রকাশ করা হবে ২০ জুন। বিশদে জানতে উভয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট দেখে নিতে হবে। আবেদন জানানোর লিঙ্ক: (https://erp.iitkgp.ac.in/IITKGPApplications/index?admiss_ch=28).
বাংলা খবর/ খবর/শিক্ষা/
IIT Kharagpur: পিএইচডি করার ইচ্ছে? IIT Kharagpur দিচ্ছে সুযোগ! সামনেই আবেদনের শেষ তারিখ! জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement