ICSE Board Examination: 'এই' বছর থেকেই কি উঠে যাবে ICSE পরীক্ষা? বিরাট শোরগোল! উত্তর জানিয়ে দিলেন বোর্ড সচিব
- Published by:Sanjukta Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
ICSE Board Examination: বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা থাকবে নাকি তা নির্ভর করবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের ওপর। এমনটাই জানান এদিন বোর্ডের সচিব কলকাতায়।
কলকাতা: জাতীয় শিক্ষানীতি মেনে চললে ২০২৫ সালের আইসিএসই দশম শ্রেণির পরীক্ষা হবে কি না তা নিশ্চিত নয়। লালা লাজপত রাই সরণীতে জাতীয় শিক্ষানীতি কার্যকরের জন্য স্কুলগুলির প্রশিক্ষণ শুরু করেছে সিআইএসসিই। সোমবার সেখানেই আইসিএসই বোর্ড-এর সচিব এগজিকিউটিভ তথা সচিব জেরি অ্যারাথুন একথা জানান।
কাউন্সিল ফর ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এগজামিনেশনস বা সিআইএসসিই তাদের অনুমোদিত স্কুলে আইসিএসই (দশম) এবং আইএসসি (দ্বাদশ) পরীক্ষাগুলি নিয়ে থাকে। তবে, শেষপর্যন্ত দশম শ্রেণির এই পরীক্ষা উঠে যাবে কি না, তা নির্ভর করবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের উপরে।
advertisement
advertisement
হঠাৎ করে এই সম্ভাবনা তৈরি হল কেন? জাতীয় শিক্ষানীতি ২০২০-তে সুপারিশ করা হয়েছে, স্কুলে একটিই বোর্ড পরীক্ষা থাকবে। আর সেটা হবে দ্বাদশ শ্রেণিতে। দশম শ্রেণির পরীক্ষা স্কুলের বার্ষিক পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। তাতে বোর্ডগুলির সরাসরি কোনও ভূমিকা থাকবে না। সেই পরিপ্রেক্ষিতে এই পাঁচদিনের প্রশিক্ষণ শিবিরের প্রাক্কালে সিআইসিই প্রধানকে দশম শ্রেণির পরীক্ষা নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তিনি জানান, এ বিষয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকই সিদ্ধান্ত নেবে।
advertisement
আরও পড়ুন : ‘২১ শে জুলাই আপনার তো নামই নেওয়া হয়নি…?’ উত্তরে এ কী বললেন পার্থ চট্টোপাধ্যায়! তোলপাড় বাংলা
তবে, জাতীয় শিক্ষানীতি মানলে এই পরীক্ষা হওয়া নিয়ে সংশয় থেকেই যায়। এছাড়াও, জাতীয় শিক্ষানীতির বাস্তবায়নের জন্য ২০২৪ সালের আইসিএসই এবং আইসিএসই পরীক্ষাতেও কিছু বদল আনা হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, সবক’টি বিষয়ে ক্রিটিক্যাল থিঙ্কিংয়ের জন্য ১০ নম্বর করে বরাদ্দ থাকবে। এর মাধ্যমে দেখা হবে, ছাত্ররা কোনও বিষয় কতটা গভীরে বুঝতে এবং প্রাঞ্জলভাবে প্রকাশ করতে পারছেন।
advertisement
রোট লার্নিং বা প্রথাগত মুখস্তবিদ্যা থেকে বেরনোর জন্যই এপথে হাঁটতে চায় সিআইএসসিই।প্রসঙ্গত, ২০১১ সালে কেন্দ্রীয় স্কুল বোর্ড সিবিএসই-ও তাদের দশম শ্রেণির পরীক্ষা ঐচ্ছিক ঘোষণা করেছিল। তবে, ২০১৬-’১৭ শিক্ষাবর্ষে সিবিএসই তা ফের বাধ্যতামূলক করে দেয়। করোনার সময়ও সিবিএসই, আইসিএসই বা আইএসসি পরীক্ষাগুলি ঐচ্ছিক করা হয়েছিল। তবে, পাকাপাকিভাবে দশম শ্রেণির পরীক্ষা তুলে দেওয়ার ঘটনা ঘটেনি।
advertisement
সিআইএসসিই সেপথে হাঁটলে সরাসরি কেন্দ্রের বোর্ড সিবিএসই-ও যে সেপথে হাঁটবে, তা বলাই যায়। রাজ্যগুলিও ধীরে ধীরে সেই পথে হাঁটতে বাধ্য হবে। তবে, শিক্ষা যৌথ তালিকাভুক্ত বিষয় হওয়ায় রাজ্যগুলির ক্ষেত্রে কিছুটা স্বাধীনতাও রয়েছে। ফলে আখেরে কী হবে, তা সময়ই বলবে। এদিন জেরি অ্যারাথুনকে প্রশ্ন করা হয়েছিল, আইসিএসই যদি উঠে যায় তাহলে দশমের পরীক্ষা কি স্কুলের নিজস্ব পরীক্ষায় পর্যবাসিত হবে। এ ব্যাপারেও তিনি নিশ্চিতভাবে কিছু বলতে পারেননি। তাঁর বক্তব্য, এ ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। তারা যেমন বলবে, সেই অনুযায়ী পদক্ষেপ করবে সিআইএসসিই।
advertisement
সোমরাজ বন্দ্যোপাধ্যায়
Location :
Kolkata,West Bengal
First Published :
July 25, 2023 7:05 AM IST