Technician Recruitment 2021|| ৬৪১ শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগ করবে 'এই' সংস্থা! কীভাবে আবেদন করবেন? জানুন...

Last Updated:

ICAR- IARI Technician Recruitment 2021: ৬৪১ শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগ। প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

#নয়াদিল্লি: সম্প্রতি আইসিএআর- ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের (ICAR- Indian Agricultural Research Institute) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে টেকনিশিয়ান (Technician) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা আইসিএআর- ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলবে। প্রার্থীরা আগামী ১০ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
আরও পড়ুন: ১১২০ শূন্যপদে মাসিক ৫৬,১০০-১,৭৭,৫০০ টাকা বেতন! কোথায়, কীভাবে আবেদন করবেন? জানুন...
প্রার্থীরা আরও বিশদে শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও জানতে এবং সরাসরি আবেদনের লিঙ্ক- https://cdn.digialm.com//per/g01/pub/726/EForms/image/ImageDocUpload/11/1116787619894642497155.pdf
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৬৪১টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
advertisement
সংস্থাআইসিএআর- ইন্ডিয়ান এগ্রিকালচারাল রিসার্চ ইনস্টিটিউটের (ICAR- IARI)
পদের নামটেকনিশিয়ান
শূন্যপদের সংখ্যা৬৪১
কাজের স্থানভারত
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাম্যাট্রিকুলেশন পাস
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন১০.০১.২০২২
advertisement
গুরুত্বপূর্ণ তারিখ:
লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ- ২৫ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি ৫, ২০২২ তারিখ
শিক্ষাগত যোগ্যতা:
যে সকল প্রার্থীরা অনলাইনে আবেদন করতে চান তাঁদের একটি স্বীকৃত বোর্ড থেকে ম্যাট্রিকুলেশন পাস করতে হবে। প্রার্থীকে অবশ্যই আবেদনপত্রের প্রাসঙ্গিক কলামে প্রাপ্ত নম্বরের শতাংশ (নিকটতম দুই দশমিকে গণনা করতে হবে) নির্দিষ্টভাবে নির্দেশ করতে হবে।
advertisement
বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হওয়া উচিত।
প্রার্থীদের শুধুমাত্র ওয়েবসাইটে উপলব্ধ অনলাইন আবেদন ফর্ম লিঙ্ক ব্যবহার করে অনলাইনে আবেদন করতে হবে।
আবেদন ফি:
ইউআর/ওবিসি-এনসিএল(এনসিএল)/ইডব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১০০০ টাকা দিতে হবে এবং মহিলা/তফসিলি জাতি/তফসিল উপজাতি/প্রাক্তন চাকরিজীবী /প্রতিবন্ধী বিভাগের প্রার্থীদের ৩০০ টাকা দিতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Technician Recruitment 2021|| ৬৪১ শূন্যপদে টেকনিশিয়ান নিয়োগ করবে 'এই' সংস্থা! কীভাবে আবেদন করবেন? জানুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement