HS Result 2024: বাঁকুড়ায় প্রথম, রাজ্যে পঞ্চম হয়েও হাউ হাউ করে কান্না! কারণ জানলে চোখে জল আসবে

Last Updated:

HS Result 2024: ৫০০ নম্বরের মধ্যে ৪৯২ পেয়ে, রাজ্যে পঞ্চম এবং বাঁকুড়ায় প্রথম স্থান অধিকার করে একপ্রকার তাক লাগিয়েছে এই কন্যা। রাজ্যে পঞ্চম হয়েও নাচকে পেশা করতে চান বাঁকুড়ার সুস্বাতী ।

+
সুস্বাতী

সুস্বাতী কুন্ডু

বাঁকুড়া: ২০২৪ উচ্চ মাধ্যমিকে রাজ্যে পঞ্চম স্থান অধিকার করেছেন বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী কেন্দুয়াডিহির বাসিন্দা সুস্বাতী কুন্ডু।৫০০ নম্বরের মধ্যে ৪৯২ পেয়ে, রাজ্যে পঞ্চম এবং বাঁকুড়ায় প্রথম স্থান অধিকার করে একপ্রকার তাক লাগিয়েছে এই কন্যা। আগের বছরই মারা গিয়েছেন মেসোমশাই। তার জন্মদিনেই উচ্চ মাধ্যমিকে দুর্দান্ত ফল। মাসিকে জড়িয়ে ধরে বাঁধভাঙ্গা কান্নায় ভেঙে পড়লেন বাঁকুড়ার কৃতী।
তবে বাঁকুড়ার কৃতিছাত্রী সুস্বাতী কুন্ডু বলছেন, তার আসল ভালবাসা ভারতনাট্যম নৃত্য। বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের কলা বিভাগের ছাত্রী সুস্বাতী কুন্ডু। বাংলা, ইংরেজি ছাড়া ভূগোল, সংস্কৃত এবং শরীর শিক্ষার মধ্যে ভূগোলই তার বিশেষ প্রিয়। তবে ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয়, নাচকেই গুরুত্ব দেবেন তিনি। নাচকে পেশা করে এগিয়ে যেতে চান সুস্বাতী।
advertisement
advertisement
সম্পর্কে বড় মাসি দিপালী ঘোষকে জড়িয়ে ধরে বাঁধভাঙ্গা খুশির কান্নায় ভেঙে পড়েন কৃতি। দিপালী ঘোষ বলেন, সুস্বাতীর বড় মেসোমশাই পড়াশোনার অনুরাগী ছিলেন। এক বছর হল গত হয়েছেন। ২৫ বৈশাখ তাঁর জন্মদিন। আজ তিনি নেই তবে তাঁর স্বপ্নকে সফল করেছে সুস্বাতী।দুর্দান্ত ফল করেছে সুস্বাতী। সেই কারণেই আনন্দ অশ্রু দেখা গেল তাঁর চোখেও।
advertisement
বাঁকুড়া মিশন গার্লস হাই স্কুলের ছাত্রী কেন্দুয়াডিহির বাসিন্দা সুস্বাতী কুন্ডু প্রমাণ করলেন বিজ্ঞান বিভাগ ছাড়াও দুর্দান্ত ফল করা যায় উচ্চ মাধ্যমিকের মত কঠিন পরীক্ষায়। তাছাড়াও নিজের প্যাসনকে তাড়া করে এগিয়ে যাওয়াও সম্ভব এই কম্পিটিশনের যুগে।
advertisement
নীলাঞ্জন ব্যানার্জী
বাংলা খবর/ খবর/শিক্ষা/
HS Result 2024: বাঁকুড়ায় প্রথম, রাজ্যে পঞ্চম হয়েও হাউ হাউ করে কান্না! কারণ জানলে চোখে জল আসবে
Next Article
advertisement
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', অসমের জনসভায় বললেন মোদি, তাঁর 'রিমোট কন্ট্রোল' কে? চিনিয়ে দিলেন প্রধানমন্ত্রী!
'আমি শিবভক্ত, সব বিষ গিলে নিই...', 'রিমোট কন্ট্রোল' কে? অসমের জনসভায় চিনিয়ে দিলেন মোদি
  • অসমের জনসভায় কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করলেন প্রধানমন্ত্রী

  • মোদি বলেন, জনগণই তাঁর আসল প্রভু এবং তাঁর ও ‘রিমোট কন্ট্রোল বা নিয়ন্ত্রক’

  • অসমের দরং ও গোলাঘাটে ১৮,৫৩০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন

VIEW MORE
advertisement
advertisement