HS Exam Result 2024: মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকেও মেধাতালিকায় সায়ন্তন! নিউরোসায়েন্স নিয়ে গবেষণার ইচ্ছে ৫ম স্থানাধিকারীর
- Published by:Teesta Barman
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
HS Exam Result 2024: সায়ন্তন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় স্থান লাভ করেছিল। সেবার ৬৮৭ নম্বর পেয়ে মাধ্যমিকের মেধাতালিকায় সপ্তম স্থান লাভ করেছিল। এবার উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় সে ৪৯২ নম্বর পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছে।
কাঁথি: পরীক্ষা শেষ হওয়ার ৬৯ দিনের মাথায় প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফলাফল। উচ্চ মাধ্যমিকে পাশের হারে এগিয়ে পূর্ব মেদিনীপুর জেলা। মেধাতালিকায় পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলগুলি থেকে মোট চারজন স্থান পেয়েছেন। পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই হাই স্কুল থেকে মেধাতালিকায় পঞ্চম স্থান পেয়েছেন সায়ন্তন মাইতি। সায়ন্তন পূর্ব মেদিনীপুর জেলার প্রথম স্থানাধিকারী। উচ্চ মাধ্যমিকের সায়ন্তনের প্রাপ্ত নম্বর ৪৯২। সায়ন্তন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষাতেও মেধাতালিকায় স্থান লাভ করেছিলেন।
কাঁথির করকুলি এলাকার বাসিন্দা সায়ন্তনের বাবা-মা দু’জনেই শিক্ষক শিক্ষিকা। ছোট থেকেই মেধাবী সায়ন্তন। মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও ভাল ফল করে তাক লাগালেন তিনি। পড়াশোনার পাশাপাশি তার ছবি আঁকা, গল্প লেখা ও গল্পের বই পড়তে ভাল লাগে। সব থেকে বেশি পছন্দ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা। নিয়ম করে ১৫ থেকে ১৬ ঘণ্টা পড়াশোনা করত সায়ন্তন। উচ্চ মাধ্যমিকের পড়াশোনার চাপে ছবি আঁকা বা গল্প লেখা জন্য সময় হত না।
advertisement
advertisement
সায়ন্তন জানান, বাড়িতে বাবা-মা দু’জনেই শিক্ষক হওয়ায় পড়াশোনার ক্ষেত্রে সাহায্য পেয়েছে। এর পাশাপাশি স্কুলের শিক্ষক এবং গৃহ শিক্ষকদের সহায়তায় ভাল ফল করেছে। আগামী দিনে তার লক্ষ্য ডাক্তারি পড়া। সেখান থেকেই নিউরোসায়েন্স নিয়ে গবেষণা করা। প্রসঙ্গত ছোট এই মেধাবী ছাত্রটির লক্ষ্য ছিল উচ্চ মাধ্যমিকে প্রস্তুতির জন্য দৈনিক ১৮ ঘণ্টা পড়াশোনা করার। ভাল ফল আশা করেছিল, তবে এতটা ভাল হবে বলে ভাবতেই পারেনি।
advertisement
সায়ন্তন ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় স্থান লাভ করেছিল। সেবার ৬৮৭ নম্বর পেয়ে মাধ্যমিকের মেধাতালিকায় সপ্তম স্থান লাভ করেছিল। এবার উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় সে ৪৯২ নম্বর পেয়ে পঞ্চম স্থান অর্জন করেছে। সদ্য ১৮ বছরে পা দেওয়া মেধাবী সায়ন্তনের মনে প্রভাব ফেলেছে শিক্ষক নিয়োগ প্রসঙ্গও।
সৈকত শী
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
May 08, 2024 8:53 PM IST
