West Medinipur News: মেদিনীপুরের আকাশে উড়ল বিশাল এক বেলুন...কী কাজ করবে, কোন খবর দেবে জানেন? চমকে দিল ইসরো-বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের বড় উদ্যোগ
- Published by:Ankita Tripathi
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
আঞ্চলিক এলাকার আবহাওয়ার সম্পর্কিত গবেষণার জন্য বিশেষ ভাবনা বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের, নির্দিষ্ট সময়ে আকাশে ওড়ান হল বেলুন।
পশ্চিম মেদিনীপুর: এবার থেকে অতি সহজে জানা যাবে ঝড় বৃষ্টির পূর্বাভাস এমনকি বায়ুর চাপও। অত্যাধিক গরমের কারণ কিংবা কতটা ঠান্ডা পড়তে পারে তা সহজে জানা যাবে এক বিশেষ ব্যবস্থার মধ্য দিয়ে। স্থানীয় বা আঞ্চলিকভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ, বাতাসের গতিবেগ ও গতিবিধি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেতে এবং আবহাওয়া বিজ্ঞানের এক নতুন দিগন্ত উন্মোচন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের।
ISRO-র সহযোগিতায় আকাশে যন্ত্র লাগান বেলুন পাঠাল বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। যা আগামীতে আবহাওয়া গবেষণায় এক নতুন দিশা দেখাবে। ইসরোর সহযোগিতা নিয়ে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের এই অভিনব ভাবনা।
রবিবার দুপুর ঠিক ২টো ১ মিনিটে আবহাওয়া বিজ্ঞান সংক্রান্ত গবেষণার এক নতুন ইতিহাস সৃষ্টি করল জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানের পুরানো প্রশাসনিক ভবনের ছাদ থেকে উড়ল জি.পি.এস পরিচালিত রেডিওসন্ড লাগানো হিলিয়াম পূর্ণ বেলুন। বায়ুমণ্ডলের ২৭.৮৩১ কিলোমিটার উচ্চতা পর্যন্ত ওঠে এই বেলুন।
advertisement
advertisement
আরও পড়ুন: রেলস্টেশনের মাইক বন্ধ করতে ভুলে গেলেন মহিলা কর্মী! তারপর যা শোনা গেল…হাসতে হাসতে পেটে খিল সকলের
বায়ুমণ্ডলের পরীক্ষামূলক গবেষণা তথা আবহাওয়া সংক্রান্ত সুস্পষ্ট ধারণা লাভ এবং ভূসমালয়ে থাকা উপগ্রহের তথ্য যাচাইয়ের উদ্দেশ্যেই এই বেলুন উৎক্ষেপণ বলে জানিয়েছেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের ডিরেক্টর অধ্যাপক জ্যোতিশঙ্কর বন্দ্যোপাধ্যায়। বিকেল ৩টে ৫৩ মিনিট ৩ সেকেন্ড পর্যন্ত বায়ুমণ্ডলের পরীক্ষামূলক গবেষণার সমস্ত তথ্য প্রদান করার পর এটি ধীরে ধীরে নিচে নামতে শুরু করে।
advertisement
মেদিনীপুর শহরের উপকণ্ঠে অবস্থিত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে ৭৪.৮৬ কিলোমিটার রৈখিক দূরত্ব অতিক্রম করে বিকেল ঠিক ৩ টে বেজে ৫৩ মিনিট ৪০ সেকেন্ড নাগাদ ঝাড়খন্ডের পূর্ব সিংভূম জেলার গুরাবাঁধা বনাঞ্চলে পতিত হয় এই বেলুন। ততক্ষণ অবধি প্রতিটি মুহূর্তের জিপিএস লোকেশনও প্রদান করে রেডিওসন্ড (আবহাওয়া বিষয়ক যন্ত্র) লাগান এই বেলুনে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় এবং ইসরো-র বিজ্ঞানীরা জানান, যে উদ্দেশ্যে এই বিশেষ বেলুন বায়ুমণ্ডলে পাঠানোহয়েছিল, তা সফল হয়েছে।
advertisement
জানা গিয়েছে, স্থানীয় বা আঞ্চলিকভাবে বায়ুমণ্ডলের তাপমাত্রা, আর্দ্রতা, চাপ, বাতাসের গতিবেগ ও গতিবিধি সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা পেতে এই বিশেষ বেলুন উৎক্ষেপণ। এই উদ্যোগ নেওয়া হয়েছিল জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের (Vidyasagar University) সেন্টার ফর এনভায়রনমেন্টাল স্টাডিজ বিভাগের তরফে।
advertisement
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই আবেদনে সাড়া দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় ইসরো (ISRO)-র অধীন ন্যাশনাল রিমোট সেন্সিং সার্ভিস সেন্টারও। রবিবাসরীয় দুপুরে আকাশে হিলিয়াম পূর্ণ সুবিশাল এই বেলুন পাঠানোর জন্য প্রয়োজনীয় অনুমতি নেওয়া হয় জেলা প্রশাসন এবং নিকটবর্তী কলাইকুন্ডা এয়ার ফোর্স স্টেশন থেকেও। ইসরো-র তরফে সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন ভারতীয় মহাকাশ বিজ্ঞানী ড. হারীফ বাবা সায়েবকে।
advertisement
রবিবার দুপুরে আবহাওয়া বিজ্ঞান সংক্রান্ত এই প্রকল্পের উদ্বোধন করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. জয়ন্ত কিশোর নন্দী। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কুমার কর জানিয়েছেন, “আমাদের বিশ্ববিদ্যালয়ের এনভায়রর্নমেন্টাল স্টাডিজের এই অসাধারণ উদ্যোগকে সাধুবাদ জানাই। এর ফলে অখণ্ড মেদিনীপুরের আবহাওয়া সংক্রান্ত ধারণা আরও সুস্পষ্ট ও সুন্দরভাবে পাওয়া যাবে।”
রঞ্জন চন্দ
Location :
Kolkata,West Bengal
First Published :
June 23, 2025 9:06 PM IST