Jagdeep Dhankhar appoints new VC of RBU: মুখ্যমন্ত্রী আচার্য হওয়ার আগেই রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ রাজ্যপালের, ফের সংঘাত

Last Updated:

রবীন্দ্র ভারতীর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন রাজ্যপাল৷

ফের সংঘাতে রাজ্য- রাজ্যপাল৷
ফের সংঘাতে রাজ্য- রাজ্যপাল৷
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিয়োগ করতে কয়েকদিন আগেই বিধানসভায় বিল পাস করিয়েছে রাজ্য সরকার৷ সেই বিল এখনও রাজ্যপালের সইয়ের অপেক্ষায় রয়েছে৷ এরই মধ্যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷
রবীন্দ্র ভারতীর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন রাজ্যপাল৷ এ দিন ট্যুইট করে নিজেই সেকথা জানিয়েছেন রাজ্যপাল৷ যদিও রাজ্যপালের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যপালের অবশ্য দাবি, তিনি সার্চ কমিটির সুপারিশ মেনেই এই নিয়োগ করেছেন তিনি৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিয়োগ করতে যে বিল রাজ্য সরকার পাস করিয়েছে, তাতে এখনও সই করেননি রাজ্যপাল৷ ফলে সেই বিল এখনও আইনে পরিণত হয়নি৷ তাই আইনত এখনও রাজ্যপালই আচার্য পদে রয়েছেন৷
মহুয়া মুখোপাধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়েরই নৃত্য বিভাগের অধ্যাপক৷ তিনি জানিয়েছেন, উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে তাঁকে কিছু জানানো হয়নি৷
advertisement
যদিও রাজ্যপালের এই ঘোষণাকে অনৈতিক বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'রাজ্যপাল অনৈতিক কাজ করছেন। দ্বিচারিতা করছেন পদে থেকে। রাজভবনকে বিজেপির আশ্রয়স্থল করছে।'
view comments
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Jagdeep Dhankhar appoints new VC of RBU: মুখ্যমন্ত্রী আচার্য হওয়ার আগেই রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ রাজ্যপালের, ফের সংঘাত
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement