Jagdeep Dhankhar appoints new VC of RBU: মুখ্যমন্ত্রী আচার্য হওয়ার আগেই রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ রাজ্যপালের, ফের সংঘাত

Last Updated:

রবীন্দ্র ভারতীর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন রাজ্যপাল৷

ফের সংঘাতে রাজ্য- রাজ্যপাল৷
ফের সংঘাতে রাজ্য- রাজ্যপাল৷
#কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিয়োগ করতে কয়েকদিন আগেই বিধানসভায় বিল পাস করিয়েছে রাজ্য সরকার৷ সেই বিল এখনও রাজ্যপালের সইয়ের অপেক্ষায় রয়েছে৷ এরই মধ্যে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য নিয়োগ করে দিলেন রাজ্যপাল জগদীপ ধনখড়৷
রবীন্দ্র ভারতীর নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক মহুয়া মুখোপাধ্যায়কে বেছে নিয়েছেন রাজ্যপাল৷ এ দিন ট্যুইট করে নিজেই সেকথা জানিয়েছেন রাজ্যপাল৷ যদিও রাজ্যপালের এই পদক্ষেপের তীব্র নিন্দা করেছে তৃণমূল কংগ্রেস৷ রাজ্যপালের অবশ্য দাবি, তিনি সার্চ কমিটির সুপারিশ মেনেই এই নিয়োগ করেছেন তিনি৷
advertisement
advertisement
মুখ্যমন্ত্রীকে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে নিয়োগ করতে যে বিল রাজ্য সরকার পাস করিয়েছে, তাতে এখনও সই করেননি রাজ্যপাল৷ ফলে সেই বিল এখনও আইনে পরিণত হয়নি৷ তাই আইনত এখনও রাজ্যপালই আচার্য পদে রয়েছেন৷
মহুয়া মুখোপাধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়েরই নৃত্য বিভাগের অধ্যাপক৷ তিনি জানিয়েছেন, উচ্চশিক্ষা দফতরের পক্ষ থেকে তাঁকে কিছু জানানো হয়নি৷
advertisement
যদিও রাজ্যপালের এই ঘোষণাকে অনৈতিক বলে দাবি করেছে তৃণমূল কংগ্রেস৷ তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, 'রাজ্যপাল অনৈতিক কাজ করছেন। দ্বিচারিতা করছেন পদে থেকে। রাজভবনকে বিজেপির আশ্রয়স্থল করছে।'
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Jagdeep Dhankhar appoints new VC of RBU: মুখ্যমন্ত্রী আচার্য হওয়ার আগেই রবীন্দ্র ভারতীর উপাচার্য নিয়োগ রাজ্যপালের, ফের সংঘাত
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement