SIR প্রক্রিয়ার মধ্যেই শুরু হবে মাধ্যমিক, পড়ুয়াদের হয়রানি ঠেকাতে কড়া পদক্ষেপ সরকারের! রুটিন দেখে নিন
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
রাজ্যে এই মুহূর্তে চলছে এসআইআর প্রক্রিয়া। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখেই প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট। এদিকে মাধ্যমিক শুরু ২ ফেব্রুয়ারি থেকে।
কলকাতা: ফেব্রুয়ারি মাস পড়লেই শুরু হয়ে যাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আবার এই ফেব্রুয়ারিতেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-এর চূড়ান্ত তালিকা প্রকাশ হবে বলে নির্বাচন কমিশন সূত্রে খবর। পড়ুয়াদের হয়রানি ঠেকাতে কড়া পদক্ষেপ সরকারের!
রাজ্যে এই মুহূর্তে চলছে এসআইআর প্রক্রিয়া। ফেব্রুয়ারি মাসের ১৪ তারিখেই প্রকাশিত হবে ফাইনাল ভোটার লিস্ট। এদিকে মাধ্যমিক শুরু ২ ফেব্রুয়ারি থেকে। তবে কোনও মতেই যাতে সেই প্রভাব পরীক্ষার উপর না পড়ে তার জন্য প্রশাসন কড়া ব্যবস্থা নিতে চলেছে। এমন পরিস্থিতিতে কীভাবে সামাল দেওয়া হবে, সে নিয়ে বৈঠক হয়েছে নবান্নে।
গত বছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ১০ ফেব্রুয়ারি। আর পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৯ লক্ষ ৮৪ হাজার ৮৯৪। রাজ্যের মোট ২ হাজার ৬৮৩টি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দেয় পরীক্ষার্থীরা। পরীক্ষার ফলপ্রকাশ হয় ২ মে শুক্রবার। এবার একনজরে দেখে নিন এ বছরের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি…
advertisement
advertisement
কবে কোন দিন কী পরীক্ষা?
২ ফেব্রুয়ারি- প্রথম ভাষা
৩ ফেব্রুয়ারি- দ্বিতীয় ভাষা
৬ ফেব্রুয়ারি – ইতিহাস
৭ ফেব্রুয়ারি – ভূগোল
৯ ফেব্রুয়ারি- গণিত
১০ ফেব্রুয়ারি- ভৌতবিজ্ঞান
১১ ফেব্রুয়ারি- জীবন বিজ্ঞান
১২ ফেব্রুয়ারি- ঐচ্ছিক বিষয়
ছাত্র জীবনে প্রথম বড় ও গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক।২রা ফেব্রুয়ারি থেকে শুরু ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা হাতে সময় বলতে আর মাত্র কয়েকটা দিন। স্বভাবতই, দিন-রাত এক করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পরীক্ষার্থীরা। তবে তাদের যাতে কোনও হয়রানি না হয় তার দিকে লক্ষ্য রাখছে সরকার।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Jan 22, 2026 7:50 PM IST










