Government Job News: পুজোর আগে জেলায় খুশির মেজাজ, উৎকর্ষ বাংলার উদ্যোগে চাকরি পেলেন ৩০০-র বেশি

Last Updated:

Government Job News: এবার পুজোর আগে চাকরি পেলেন কয়েকশো যুবক-যুবতী, খুশির হাওয়া জেলায়।

চাকরি পেলেন আবেদনকারীরা
চাকরি পেলেন আবেদনকারীরা
মেদিনীপুর, রঞ্জন চন্দ: পুজোর আগে জেলা জুড়ে উন্মাদনা। রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার অধীনে চাকরি পেলেন কয়েকশো যুবক-যুবতী। পুজোর আগেই সুখবর! সরাসরি নিয়োগপত্র পেলেন তিনশোর বেশি যুবক যুবতী। জেলা প্রশাসনের তরফে তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। স্বাভাবিকভাবে পুজোর আগে বেশ খুশি সকলে। এর আগে জব ফেয়ার হয়েছে জেলায়। এদিনও এই চাকরির মেলায় চাকরি পেলেন একাধিকজন।
রাজ্য সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে চাকরি পেলেন পশ্চিম মেদিনীপুরের ৩১৭ জন যুবক-যুবতী। পুজোর আগেই হাতে নিয়োগপত্র পেয়ে আনন্দে আত্মহারা সকলে। রাজ্যের কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন বিভাগের সহযোগিতায় মেদিনীপুর শহরের রাঙামাটি সরকারি আই.টি.আই-তে অনুষ্ঠিত এই চাকরির মেলায় উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক খুরশিদ আলি কাদেরি, অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হোন্নাইয়াহ, অ্যাডিশনাল ডিরেক্টর এমপ্লয়মেন্ট অনুপকুমার মণ্ডল প্রমুখ।
advertisement
আরও পড়ুন: খাতায়-কলমে ৮ জন শিক্ষক, উপস্থিতি শূন্য! ধুঁকছে কুলতলির একমাত্র মেয়েদের স্কুল
জেলা প্রশাসন সূত্রে খবর, বৃহস্পতিবারের এই জব ফেয়ার বা চাকরি মেলায় প্রায় ৩৭টি শিল্পসংস্থা অংশ নেয়। অংশগ্রহণ করেন প্রায় ১ হাজার চাকরিপ্রার্থী। তাঁদের মধ্যেই ৩১৭ জনের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। সেই সঙ্গেই ১২৪ জনকে প্রাথমিক ভাবে তালিকাভুক্ত করা হয়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ২০১৬ সালে শুরু হওয়া এই ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্প জেলার যুবক-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
advertisement
advertisement
আরও পড়ুন: সমুদ্র থেকে ভেসে এল সে! দিঘার বিচে ওটা কী! ছুটতে-ছুটতে সৈকতে যাচ্ছেন পর্যটকরা! বেনজির ঘটনা দিঘায়
জেলাশাসক খুরশিদ আলি কাদেরি বলেন, ‘কর্মসংস্থান বৃদ্ধিই আমাদের লক্ষ্য। জেলায় কর্মসংস্থান বাড়লে আর্থিক পরিকাঠামোর বদল হবে। এদিন তিন শতাধিক যুবক-যুবতীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়েছে।’ একাধিক কর্পোরেট সংস্থার তরফে এদিন চাকরি দেওয়া হয়েছে। আতিরিক্ত জেলাশাসক কেম্পা হোন্নাইয়া বলেন, ‘পুজোর আগেই ওদের মুখে হাসি ফুটল। এটাই আমাদের বড় প্রাপ্তি।’ পুজোর আগে এই উদ্যোগে খুশি সকলে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Government Job News: পুজোর আগে জেলায় খুশির মেজাজ, উৎকর্ষ বাংলার উদ্যোগে চাকরি পেলেন ৩০০-র বেশি
Next Article
advertisement
Indian Manager Beheaded in Texas: কাটা মাথায় লাথি মেরে ডাস্টবিনে ফেলল খুনি! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে নৃশংস পরিণতি ভারতীয়ের
লাথি মারতে মারতে ডাস্টবিনে কাটা মাথা! আমেরিকায় স্ত্রী-ছেলের সামনে ভারতীয়ের নৃশংস পরিণতি
  • আমেরিকার টেক্সাসে স্ত্রী-ছেলের সামনে মাথা কেটে হত্যা করা হল এক ভারতীয়কে৷ শুধু তাই নয়, কর্ণাটকের বাসিন্দা ৫০ বছর বয়সি ওই ব্যক্তির কাটা মাথায় লাথিও মারতে দেখা যায় খুনিকে৷ মৃত ওই ব্যক্তির নাম চন্দ্র নাগামাল্লাইয়া৷

VIEW MORE
advertisement
advertisement