চাকরি বিক্রি SSC-তে! কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়োগ নিয়ে সিবিআই চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য, আদালতের তলব!
- Published by:Tias Banerjee
- Written by:ARNAB HAZRA
Last Updated:
CBI Chargesheet: SSC-তে চাকরি বিক্রির অভিযোগ! প্রাথমিক নিয়োগ মামলার চার্জশিটে কেন উঠে এল কর্মশিক্ষা-শারীরশিক্ষা নিয়োগের কথা? আদালতের প্রশ্নে চাপে সিবিআই ও এসএসসি।
এসএসসি (SSC)-র উচ্চপ্রাথমিক স্তরের কর্মশিক্ষা ও শারীরশিক্ষা নিয়োগ নিয়ে এবার উঠল চাকরি বিক্রির গুরুতর অভিযোগ। সিবিআই-এর প্রাথমিক চার্জশিটে উঠে এসেছে—এই দুই বিষয়ে নিয়োগে বিপুল টাকার বিনিময়ে চাকরি বিক্রির তথ্য। এবং সেই তথ্য উঠে এসেছে একাধিক নথি ঘেঁটে। যদিও এই নিয়োগে সরাসরি কোনও তদন্ত এখনও সিবিআইয়ের তরফে ঘোষণা করা হয়নি, তা সত্ত্বেও চার্জশিটে বিষয়টি উল্লেখ হওয়ায় নড়েচড়ে বসেছে আদালত।
বিচারপতি বিশ্বজিৎ বসুর কড়া বার্তা: ১ জুলাইয়ের মধ্যে সিবিআই ও এসএসসি-কে জানাতে হবে অবস্থান
এই মামলার শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেন—
advertisement
“উচ্চপ্রাথমিক নিয়োগ নিয়ে সরাসরি সিবিআই তদন্তের নির্দেশ না থাকলেও, প্রাথমিক দুর্নীতি মামলার তদন্তে সিবিআই এমন কিছু তথ্য ও নথি পেয়েছে, যার ভিত্তিতে চার্জশিটে বলা হয়েছে—টাকার বিনিময়ে কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় চাকরি দেওয়া হয়েছে।”
advertisement
এই পরিস্থিতিতে আদালত নির্দেশ দিয়েছে—
advertisement
উচ্চপ্রাথমিক কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় শূন্যপদের হিসেব ঘিরেও উঠছে প্রশ্ন
অর্থাৎ, প্রথমে যা শূন্যপদ বলে জানানো হয়েছিল, পরে তা এক ধাক্কায় অনেকটাই বেড়ে গিয়েছে। এই অতিরিক্ত শূন্যপদের তথ্য নিয়েও আদালতের কৌতূহল, কারণ প্রশ্ন উঠেছে—কাদের নিয়োগ করা হয়েছে ওই শূন্যপদের ভিত্তিতে?
advertisement
মীনাক্ষী ঘোষ-সহ একাধিক প্রার্থীর মামলা, দাবি—সিবিআই তদন্ত ও ওএমআর স্ক্রিপ্ট প্রকাশ
এই নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সিবিআই তদন্ত ও ওএমআর (OMR) উত্তরপত্র প্রকাশের দাবি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন মীনাক্ষী ঘোষ-সহ একাধিক পরীক্ষার্থী। তাঁদের যুক্তি, যোগ্য অথচ বাদ পড়া বহু প্রার্থী আজও কর্মহীন, আর অন্যদিকে টাকার বিনিময়ে চাকরি পেয়েছে অনেকে।
advertisement
পরবর্তী শুনানি: ১ জুলাই
এই মামলার পরবর্তী শুনানি হবে ১ জুলাই। তার আগে সিবিআই ও এসএসসি-কে তাদের অবস্থান আদালতে পেশ করতে হবে।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
June 24, 2025 5:41 PM IST