SSC: শিক্ষক নিয়োগের নিয়োগ বিধি প্রায় চূড়ান্ত! চারটি বিষয়ের নিরিখেই হবে পুরো প্যানেল
- Published by:Rachana Majumder
- news18 bangla
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
লিখিত পরীক্ষা কত নম্বরে হবে, ইন্টারভিউয়ের জন্য কত নম্বর বরাদ্দ হবে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস বা অভিজ্ঞতার জন্য কত নম্বর থাকবে তা নিয়ে আজ চূড়ান্ত বৈঠকে বসতে চলেছে রাজ্য। চূড়ান্ত হলেই আজ নিয়োগ বিধির নোটিফিকেশন জারি হবে।
কলকাতা: লিখিত পরীক্ষা, ইন্টারভিউ, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের নম্বর ও অভিজ্ঞতা এই চারের নিরিখেই হবে পুরো প্যানেল। নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের নিয়োগ বিধি প্রায় চূড়ান্ত। নবান্নে তরফে অনুমোদন এলেই আজই স্কুল শিক্ষা দফতর নিয়োগবিধির বিজ্ঞপ্তি জারি করবে। নতুনরাও আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য।
Omr শীটের আসল কপি তিন বছর সংরক্ষণ করা হবে
ওএমআর শিটের স্ক্যান্ড কপি সংরক্ষণ থাকবে ১০ বছর
advertisement
প্রত্যেক চাকরি প্রার্থীর পুরো ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হবে
কেন্দ্রীয়ভাবে এসএসসি কাউন্সিলিং করবে অর্থাৎ কোনও জোন ভিত্তিক কাউন্সিলিং হবে না
বিষয়ভিত্তিক ও ক্যাটাগরি ভিত্তিক আলাদা করে কাউন্সিলিং করবে এসএসসি
পুরনো সিলেবাসেই নেওয়া হবে লিখিত পরীক্ষা। নতুন করে আর কোনও সিলেবাস দেওয়া হচ্ছে না
advertisement
এসএসসি নিয়োগের বিজ্ঞপ্তি দিলেও কবে লিখিত পরীক্ষা নেওয়া হবে তা জানানো হবে পরে
লিখিত পরীক্ষা কত নম্বরে হবে, ইন্টারভিউয়ের জন্য কত নম্বর বরাদ্দ হবে, অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনস বা অভিজ্ঞতার জন্য কত নম্বর থাকবে তা নিয়ে আজ চূড়ান্ত বৈঠকে বসতে চলেছে রাজ্য। চূড়ান্ত হলেই আজ নিয়োগ বিধির নোটিফিকেশন জারি হবে।
view commentsLocation :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 29, 2025 1:29 PM IST