FCI Recruitment 2022: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় মেগা নিয়োগ, ৫০৪৩টি পদে চাকরির সুযোগ

Last Updated:

FCI Recruitment 2022 : প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

সম্প্রতি ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার (Food Corporation of India) এক বিজ্ঞপ্তি জারি করে। সেখানে জানানো হয়েছে নন-একজিকিউটিভ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৬ সেপ্টেম্বর থেকে। প্রার্থীদের আগামী ৫ অক্টোবর, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইনে আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে মোট ৫০৪৩টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
উত্তর অঞ্চল: ২৩৮৮টি পদ
দক্ষিণ অঞ্চল: ৯৮৯টি পদ
পশ্চিম অঞ্চল: ৭১৩টি পদ
পূর্বাঞ্চল: ৭৬৮টি পদ
উত্তর-পূর্ব অঞ্চল: ১৮৫টি পদ
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা:ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া (Food Corporation of India)
পদের নাম:নন-একজিকিউটিভ
শূন্যপদের সংখ্যা:৫০৪৩
কাজের স্থান:বিশদ দেখুন
কাজের ধরন:বিশদ দেখুন
নির্বাচন পদ্ধতি: পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার III-র পরীক্ষা দিতে হবে
আবেদন শুরু:০৬.০৯.২০২২
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:অনলাইন
আবেদনের শেষ তারিখ:০৫.১০.২০২২
advertisement
আবেদন ফি:
প্রার্থীদের আবেদন ফি হিসেবে ৫০০ টাকা দিতে হবে। প্রার্থীরা ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, আইএমপিএস, ক্যাশ কার্ড/মোবাইল ওয়ালেট, ইউপিআই ব্যবহার করে পরীক্ষার ফি দিতে পারেন।
নির্বাচন পদ্ধতি:
প্রার্থীদের ফেজ I এবং ফেজ II পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। স্টেনো গ্রেড II পদের জন্য আবেদনকারী প্রার্থীদের অনলাইন পরীক্ষার জন্য দ্বিতীয় ধাপে পেপার III-র পরীক্ষা দিতে হবে।
advertisement
প্রার্থীরা আবেদনের যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয় জানতে এখানে উপলব্ধ ওয়েবসাইটের লিঙ্কে
https://www.recruitmentfci.in/assets/current_category_III/FINAL%20CAT-III%20ADVT%20(2022)%20Final.pdf
ক্লিক করে দেখতে পারেন
view comments
বাংলা খবর/ খবর/চাকরি/
FCI Recruitment 2022: ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় মেগা নিয়োগ, ৫০৪৩টি পদে চাকরির সুযোগ
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement