Exam: মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে জরুরি আপডেট! কড়া নির্দেশ নবান্নের
- Published by:Suvam Mukherjee
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Exam: দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব।
কলকাতা: রাজ্যে সামনেই পঞ্চায়েত ভোট। আর তার আগেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে এবার বিশেষ সতর্ক রাজ্য সরকার। আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এ বছরের মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষা শেষ হলেই শুরু হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা।
আরে দুই পরীক্ষার প্রস্তুতি নিয়ে সোমবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব। বৈঠকে এবারের পরীক্ষার নিরাপত্তা নিয়ে বিশেষভাবে সতর্ক হতে বলেন মুখ্য সচিব। বিশেষভাবে প্রশ্নপত্রের সুরক্ষা যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় তার জন্য বিশেষভাবে নজর দিতে বলেন মুখ্য সচিব। গত ১১ই ডিসেম্বর প্রাথমিকের টেট নেওয়া হয়েছিল রাজ্যজুড়ে। প্রাথমিকের টেট যে ধাঁচে গোটা রাজ্য জুড়ে নেওয়া হয়েছে সেই ধাঁচেই রাজ্য চায় মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা নিতে। এদিনের বৈঠকে মুখ্য সচিব তেমনটাই বলেন জেলাগুলিকে উদ্দেশ্য করে বলেই নবান্ন সূত্রে খবর।
advertisement
বিশেষত প্রাথমিকের টেটকে কেন্দ্র করে জেলায় একাধিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পরীক্ষা নেওয়া হয়েছিল। সেই ধাঁচেই মাধ্যমিক - উচ্চমাধ্যমিক পরীক্ষাকেও পরিচালনা করতে চায় রাজ্য। তাই এদিনের বৈঠকে জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক হতে বলেন মুখ্য সচিব। পাশাপাশি পরীক্ষা নিয়ে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে জেলাগুলি থেকেই কৈফিয়ত তলব করবেন বলেও এদিনের বৈঠকে জেলাগুলিকে বিশেষভাবে সতর্ক করেছেন মুখ্য সচিব। এমনটাই খবর নবান্ন সূত্রে।
advertisement
advertisement
প্রশ্নপত্রের সুরক্ষাতেও যাতে কোনরকম আপোষ না করা হয় সেদিকেও পুলিশকে বিশেষ সতর্ক হতে বলেন মুখ্য সচিব। নবান্ন সূত্রে খবর, এদিনের বৈঠকে প্রশ্নপত্র এর সঙ্গে যাতে পুলিশি নিরাপত্তা থাকে সেই বিষয়ে পুলিশকে বিশেষভাবে নির্দেশ দেন মুখ্য সচিব।
ইতিমধ্যেই মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষার রাজ্য জুড়ে কীভাবে হবে তা নিয়ে একাধিক নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
advertisement
মধ্যশিক্ষা পর্ষদের তরফে ইতিমধ্যেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের ন্যূনতম তিনটি সিসিটিভি বসানোর পাশাপাশি আরও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি কোন পরীক্ষা কেন্দ্রে ভাঙচুরের ঘটনা ঘটলে সেই স্কুলের ফল প্রকাশ স্থগিত করে রেখে দেওয়া হবে বলেও স্কুলগুলিকে বিশেষভাবে জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
অন্যদিকে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সিসিটিভিকে ব্যবহার করেই পরীক্ষা নিতে চাইছে। তার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিচ্ছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সবমিলিয়ে পরীক্ষা নিরাপত্তা ব্যবস্থাকেও এবার আঁটোসাঁটো করা হচ্ছে নবান্নের নির্দেশে।
Location :
Kolkata,West Bengal
First Published :
February 13, 2023 1:42 PM IST