Kolkata: শিক্ষার মানোন্নয়নে একটি ঐতিহাসিক পদক্ষেপ! ছাত্রছাত্রীদের জন্য আসছে বড় সুযোগ, জানুন

Last Updated:

এই অনুষ্ঠানের আওতায় ছাত্রছাত্রীরা ছ’মাসের পেইড ইন্টার্নশিপ এবং SAP গ্লোবাল সার্টিফিকেশন লাভের সুযোগ পাবেন।

News18
News18
সম্প্রতি, কলকাতার এক পাচঁতারা এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলকাতার এক নামী কলেজের এর চেয়ারম্যান ও ডিরেক্টর প্রফেসর (ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়), এছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু শীর্ষস্থানীয় কর্পোরেট সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিত্বরা।
প্রতিষ্ঠানের মধ্যে ঐতিহাসিক চুক্তি
২০২৪ সালের ২৮ অক্টোবর, EIILM-Kolkata এবং SEED Infotech-এর মধ্যে এই প্রোগ্রাম সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে উপস্থিত ছিলেন প্রফেসর (ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায়), SAP India-এর হেড অফ হায়ার এডুকেশন অ্যান্ড স্কিলিং ফিলিপ স্যামুয়েল বাবু এস, SAP India-এর সলিউশন আর্কিটেক্ট চন্দ্রমৌলেশ্বরণ গোপালকৃষ্ণন, এবং SEED Infotech-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট রঘু বি এস।
advertisement
advertisement
অনুষ্ঠানের বিশেষত্ব
এই অনুষ্ঠানের আওতায় ছাত্রছাত্রীরা ছ’মাসের পেইড ইন্টার্নশিপ এবং SAP গ্লোবাল সার্টিফিকেশন লাভের সুযোগ পাবেন। বিশেষত সেলস, ফাইনান্স এবং সাকসেস ফ্যাক্টর-ভিত্তিক এই কোর্সটি ডিজিটাল অর্থনীতিতে সফল কেরিয়ার গড়ার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা প্রদান করবে। SAP-এর শিল্প-নেতৃত্বাধীন সমাধানগুলির ব্যবহারিক অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে ছাত্রছাত্রীরা বাস্তব জগতে ব্যবসায়িক সমস্যার সমাধান করার প্রস্তুতি নেবেন।
advertisement
এদিন SAP India-এর রাজীব সিং বলেন, ‘কর্পোরেট-অ্যাকাডেমিয়া সহযোগিতা দক্ষতার ঘাটতি মেটাতে, উদ্ভাবনকে উৎসাহিত করতে এবং ভবিষ্যতের জন্য প্রস্তুত দক্ষতা প্রদান করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। EIILM-Kolkata-এর সঙ্গে এই উদ্যোগ আমাদের সেই প্রতিশ্রুতির প্রতিফলন। SAP-এর প্রযুক্তিগত দক্ষতা এবং EIILM-এর অ্যাকাডেমিক উৎকর্ষ একত্রিত করে আমরা ছাত্রদের বিশ্বব্যাপী SAP পেশাদার হিসেবে তৈরি করতে চাই।’
advertisement
SEED Infotech-এর রঘু বি এস বলেন, ‘আমাদের এই সহযোগিতা SAP পেশাদার তৈরি করার জন্য নিবেদিত। এই প্রোগ্রাম ছাত্রছাত্রীদের হাতে-কলমে প্রশিক্ষণ এবং বিশ্বব্যাপী স্বীকৃত সার্টিফিকেশন প্রদান করে, যা তাদের ডিজিটাল অর্থনীতির নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনের জন্য প্রস্তুত করবে।’
advertisement
EIILM-Kolkata-এর প্রফেসর ড. রমাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ক্লাউড ERP সিস্টেম ব্যবসা পরিচালনায় বিপ্লব আনবে। এই প্রোগ্রাম ছাত্রছাত্রীদের শিল্প-উপযোগী নেতা হিসেবে গড়ে তুলবে, যা বিশ্বব্যাপী সংস্থাগুলির ভবিষ্যতকে পরিচালিত করবে। SAP-এর সঙ্গে এই সহযোগিতা আমাদের ছাত্রদের কেরিয়ার উন্নত করার জন্য সেরা সুযোগ নিয়ে আসছে।’
এই অভিনব উদ্যোগ EIILM-Kolkata-এর ছাত্রছাত্রীদের আন্তর্জাতিক মানের শিক্ষায় প্রস্তুত করে তাদের ভবিষ্যতকে উজ্জ্বল করার পথে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে।
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Kolkata: শিক্ষার মানোন্নয়নে একটি ঐতিহাসিক পদক্ষেপ! ছাত্রছাত্রীদের জন্য আসছে বড় সুযোগ, জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement