হোম /খবর /শিক্ষা /
উচ্চমাধ্যমিকে এত ফেল কেন? সংসদ সভাপতির রিপোর্ট তলব স্কুল শিক্ষা দফতরের

Hs Results 2021: উচ্চমাধ্যমিকে এত ফেল কেন? সংসদ সভাপতির রিপোর্ট তলব স্কুল শিক্ষা দফতরের

ফেল করে বিক্ষোভ ছাত্রীদের

ফেল করে বিক্ষোভ ছাত্রীদের

Hs Results 2021: উচ্চ মাধ্যমিকে যে স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা অকৃতকার্য হয়েছে, সেই স্কুলগুলির রিপোর্ট চাওয়া হয়েছে। স্কুলগুলি থেকে নম্বর আনানোর ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: উচ্চমাধ্যমিকে কেন এত পরীক্ষার্থী ফেল করল? সংসদের ফর্মুলাতে কি কোন গাফিলতি ছিল? উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতির এই বিষয়ে থেকে জানতে চাইল রাজ্য স্কুল শিক্ষা দফতর। যে স্কুলগুলি থেকে ছাত্রছাত্রীরা অকৃতকার্য হয়েছে, সেই স্কুলগুলির রিপোর্ট চাওয়া হয়েছে। স্কুলগুলি থেকে নম্বর আনানোর ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা স্কুলগুলির ক্ষেত্রে সংসদের জেলা অফিস গুলির মাধ্যমে সেগুলি জোগাড়ের চেষ্টা করা হয়েছে।

সংসদকে নির্দেশ দেওয়া হয়েছে, প্রয়োজনে স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকাদের সঙ্গে কথা বলতে। তা বলে স্কুল শিক্ষা দফতরকে রিপোর্ট দিতে বলা হয়েছে। স্কুল শিক্ষা দফতরের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে সংসদ সভাপতি মহুয়া দাসকে। স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, যে নম্বর স্কুলগুলি পাঠিয়েছে তার সঙ্গে যে মূল্যায়নের মাধ্যমে নম্বর দেওয়া হয়েছে, সেই রিপোর্টও জমা দিতে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর আজ, শুক্রবার রাজ্যের বিভিন্ন জায়গায় দফায় দফায় পরীক্ষার্থীরা বিক্ষোভ দেখিয়েছে। তা নিয়ে ক্ষুব্ধ রাজ্য স্কুল শিক্ষা দফতর। তড়িঘড়ি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংসদ সভাপতিকে। শুক্রবার এই বিষয়টি নিয়ে রাতে দীর্ঘ বৈঠক করেন স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা। ভার্চুয়াল সেই বৈঠকেই সংসদ সভাপতিকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়।

সংসদের মূল্যায়ন ব্যবস্থায় কোন গাফিলতি হচ্ছে কিনা, নাকি স্কুলগুলো নম্বর পাঠাতে ভুল করেছে, গোটা বিষয়টিই পর্যালোচনা করে দেখতে চাইছে রাজ্য স্কুল শিক্ষা দফতর।

Published by:Suman Biswas
First published: