WB Madhyamik Result 2021 LIVE Updates: মাধ্যমিকের ফলে বড় চমক! সবচেয়ে বেশি ছাত্রীছাত্রী নবম দশম স্থানে
- Published by:Arka Deb
- news18 bangla
Last Updated:
WB Madhyamik Result-এবার নবম এবং দশম স্থানে সবথেকে বেশি পরীক্ষার্থী সংখ্যা রয়েছে মেধাতালিকায়।
#কলকাতা: মাধ্যমিকের মেধাতালিকা প্রকাশ না হলেও এবার মাধ্যমিকের প্রথম থেকে ১০ তম স্থানে রয়েছেন ১৩২৮ জন পরীক্ষার্থী। এর মধ্যে শুধু প্রথম স্থানে রয়েছেন ৭৯ জন পরীক্ষার্থী। পর্ষদ সূত্রের খবর ৬৯৭ সর্বোচ্চ নম্বর। তবে এবার নবম এবং দশম স্থানে সবথেকে বেশি পরীক্ষার্থী সংখ্যা রয়েছে মেধাতালিকায়।
advertisement
১০০ জনের বেশি পরীক্ষার্থীর নাম রয়েছে এই দুটি স্থানের জন্য বলেই পর্ষদ সূত্রের খবর। মেধাতালিকা প্রকাশ না করলেও প্রাথমিক ভাবে একটি তালিকা প্রস্তুত করেছে পর্ষদ। গত বছর মেধা তালিকায় থাকা পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮৬ জন। এ বছর পরীক্ষা না হবার জেরেই এত সংখ্যক ছাত্রছাত্রী প্রথম থেকে ১০ তম স্থানে। নবমে প্রাপ্ত নম্বর এবং ইন্টারনাল ফরম্যাটিভ ইভ্যালুয়েশানের ভিত্তিতেই নম্বর দেওয়া হয়েছে।
advertisement
এবছর মাধ্যমিকে পাস করেছেন ১০০ শতাংশ ছাত্র-ছাত্রী। করোনা অতিমারির কারণে যেহেতু পরীক্ষায় হয়নি তাই সকলকেই পাশ করিয়ে দেওয়া হয়েছে। তবে প্রাপ্ত নম্বর নিয়ে যদি কারও কোনও অভিযোগ থাকে তবে তারা পুনরায় পরীক্ষায় বসতে পারে, এমনটাই বলা হয়েছে। মোট ১০ লক্ষ ৭৯ হাজার পরীক্ষার্থী এবার মাধ্যমিকের জন্য প্রস্তুত হয়েছিল। তাঁর মধ্যে এবার ছাত্রের সংখ্যা ছিল চার লক্ষ ৬৫ হাজার ৮৫০ জন এবং ছাত্রীর সংখ্যা ছিল চার লক্ষ ৮৪৯।
advertisement
যেহেতু আগে মাধ্যমিকের কোনও অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি তাই পর্ষদ জানিয়েছে রেজাল্টের সঙ্গেই অ্যাডমিট পাবেন ছাত্রছাত্রীরা।
Location :
First Published :
July 20, 2021 12:26 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
WB Madhyamik Result 2021 LIVE Updates: মাধ্যমিকের ফলে বড় চমক! সবচেয়ে বেশি ছাত্রীছাত্রী নবম দশম স্থানে