Education: সংস্কৃত বিষয়ে বিশেষ সার্টিফিকেট কোর্স আইআইটি খড়গপুরে, জারি বিজ্ঞপ্তি!
- Published by:Salmali Das
- hyperlocal
- Reported by:RANJAN CHANDA
Last Updated:
Education: সংস্কৃত বিষয়ে বিশেষ সার্টিফিকেট কোর্স চালু হতে চলেছে আইআইটি খড়্গপুরে। ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।বিশ্বের প্রাচীনতম ভাষা সংস্কৃত।
খড়গপুর: সংস্কৃত বিষয়ে বিশেষ সার্টিফিকেট কোর্স চালু হতে চলেছে আইআইটি খড়্গপুরে। ইতিমধ্যে সেই বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।বিশ্বের প্রাচীনতম ভাষা সংস্কৃত। এই সংস্কৃত বিষয়ে আইআইটি খড়গপুর এর সেন্টার অফ এক্সিলেন্স ফর ইন্ডিয়ান নলেজ সিস্টেম এবং দিল্লির সেন্ট্রাল সংস্কৃত ইউনিভার্সিটি যৌথ উদ্যোগে সার্টিফিকেট কোর্সের আয়োজন করছে।
অফলাইন বিভাগে মর্নিং এবং ইভিনিং-এ ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। কোর্স ফি ১৫০০ টাকা। কোর্স শেষে থাকছে পরীক্ষার ব্যবস্থা। এই সার্টিফিকেট কোর্সে পড়ুয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তি কিংবা শিক্ষকেরা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়সসীমা ১৫ বছরের উর্ধ্বে হতে হবে। আবেদন করার শেষ তারিখ 20 সেপ্টেম্বর ২০২৩।
advertisement
advertisement
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, উক্ত কোর্সে সংস্কৃতের কোন পূর্ব জ্ঞানের প্রয়োজন নেই। কথোপকথন ভিত্তিক ভাষা শিক্ষা দেওয়া হবে এই সার্টিফিকেট কোর্সে। ড্রিল ওয়ার্কশীট সহ শিক্ষা সামগ্রী দেওয়া হবে।রেজিস্ট্রেশনের জন্য, https://sanskritnfse samarth.edu.in খড়্গপুরে এই কোর্স সম্পর্কে বিশদে জানতে, যোগাযোগ করুন, ড. হরপ্রিয়া হাতি (কোর্স প্রশিক্ষক): 8345836115priyahati16@gmail.com.
Ranjan Chanda
view commentsLocation :
Kolkata,West Bengal
First Published :
September 14, 2023 3:34 PM IST