হোম /খবর /শিক্ষা /
মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, জানা যাবে bengali.news18.com ওয়েবসাইটেই

Madhyamik Result 2021: মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, জানা যাবে bengali.news18.com ওয়েবসাইটেই

Madhyamik 2021 results on News18Bangla.com| মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik 2021 result)  (WB Board Class 10 Result) আর কিছুক্ষণেই। জানা যাবে নিউজ ১৮ বাংলার ওয়েবসাইটেই।

  • Last Updated :
  • Share this:

#কলকাতা: মাধ্যমিক পরীক্ষার ফল (Madhyamik 2021 result)  আজ ২০ জুলাই মঙ্গলবার প্রকাশিত হতে চলেছে । প্রায় ১৩ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যত নির্ধারিত হবে আজই। সকাল দশটা থেকেই আমাদের ওয়েবসাইট নিউজ এইট্টিন বাংলায় পরীক্ষার্থীরা রেজিস্ট্রেশন এবং জন্ম তারিখ দিয়ে ফল দেখতে পারবেন।

নিজের রেজাল্ট জানতে ছাত্ররা লগ ইন করো/ অভিভাবক লগ ইন করুন-https://bengali.news18.com/ ৷

এবার মাধ্যমিকে পরীক্ষা ছাড়াই মূল্যায়ন হচ্ছে। আজ মঙ্গলবারই মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট অ্যাডমিট কার্ড সার্টিফিকেট স্কুলে পৌঁছে দেবে পর্ষদ। উল্লেখ্য এবার আনুষ্ঠানিক ভাবে কোনও মেধা তালিকা প্রকাশিত হচ্ছে না। করোনা পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্ত।

মার্কশিটে সঙ্গে অ্যাডমিট কার্ডও পাবে পড়ুয়ারা। আগে করোনার কারণে পর্ষদ পরীক্ষা বাতিল করায় এই অ্যাডমিট কার্ড ছাত্রদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয়নি।  এই নতুন মূল্যাঙ্কন পদ্ধতি ঠিক কেমন হবে তা নিয়ে আগ্রহ রয়েছে সব মহলের।

Published by:Arka Deb
First published:

Tags: Madhyamik Result 2021