#কলকাতা: আজ মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ। সকাল ৯টায় ফল প্রকাশ করা হবে। সকাল ১০টার পর ফল জানা যাবে ওয়েবসাইটে। যেসব ওয়েবসাইটে ফল জানা যাবে, সেগুলো হল, wbresults.nic.in এবংwbbse.org। ওয়েবসাইটে রেজিস্ট্রেশন নম্বর ও জন্ম তারিখ দিলেই জানা যাবে ফল। মাধ্যমিকের ফল দেখা যাবে নিউজ18 বাংলার ওয়েবসাইটেও। এবার মাধ্যমিকে কোনও মেধাতালিকা প্রকাশ করা হবে না। স্কুল থেকে মার্কশিট দেওয়া হবে শুধুমাত্র অভিভাবকদের। করোনা পরিস্থিতিতে স্কুলগুলিকে এমনই নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ।
মাধ্যমিকের মূল্যায়ন কী ভাবে?
নবম ও দশমের নম্বরের ভিত্তিতে মাধ্যমিকে নম্বর দেওয়া হবে।ধরা যাক কোনও পরীক্ষার্থী নবম শ্রেণির বার্ষিক পরীক্ষায় বাংলায় ১০০-এ ৯০ পেয়েছে।মূল্যায়নের সময়ে এই ৯০-এর অর্ধেক অর্থাৎ ৪৫ নেওয়া হবে।এর সঙ্গে যোগ হবে দশমের অভ্যন্তরীণ মূল্যায়নে পাওয়া নম্বর। তবে, সেক্ষেত্রেও বিশেষ ফর্মুলা রয়েছে।ধরা যাক, দশমের অভ্যন্তরীণ মূল্যায়নে ওই পরীক্ষার্থী বাংলায় দশে দশ পেয়েছে।সেক্ষেত্রে প্রাপ্ত নম্বরকে ৫ দিয়ে গুণ করা হবে। অর্থাৎ ৫০।মূল্যায়ন অনুযায়ী, নবম এবং দশম শ্রেণি মিলিয়ে এই পরীক্ষার্থীর বাংলায় প্রাপ্ত নম্বর ৯৫।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MadhyamiK Results 2021